কলকাতা: ধারাবাহিক 'মিষ্টু'-তে বিবাহ পর্ব। ধারাবাহিকের নায়িকা মিষ্টুর সঙ্গে বিয়ে হয়ে যাবে গল্পের নায়ক উজানের। কিন্তু এই বিয়ে তো পরিকল্পিত ছিল না! মিষ্টুর বিয়ে হওয়ার কথা ছিল জগার সঙ্গে। অন্যদিকে, উজানের মনের মানুষ অন্য কেউ! সময়ের সঙ্গে সঙ্গে কী হবে মিষ্টু আর উজানের সম্পর্ক.. উত্তর মিলবে ধারাবাহিক মিষ্টুর গল্পে। 


ঝরাপাতা গ্রামে সবার খুব প্রিয় মিষ্টু। সারদিন গ্রামের সবাইকে মাতিয়ে রাখে সে তার হাসি-গানে-কথায়। তবে তার একটাই দোষ, সে অনেক কিছু ভুলে যায়। কিন্তু সব কিছু না। কিন্তু মিষ্টুর ওই গুটি কয়েক ভুল নিয়েই নানা গোল বাঁধে গ্রাম্য জীবনে। অনেকেই রাগ করে , মিষ্টুর মুখ ভার হয়। আবার বাকিরা তাকে আদর করে বুঝিয়ে দেয়, একটু আধটু ভুলে কিছু হয় না। দুষ্টু মিষ্টি মিষ্টুর মতোই ওর ভুল গুলোও যেন দুষ্টু মিষ্টি।  মিষ্টু খুব ছোটবেলায় মা কে হারিয়েছে। তারপর থেকেই ওর মনে, মাথায় চাপ পড়লেই ওর নানান ভুল হয়।   


এই মিষ্টুর হঠাৎ করে আসে গ্রামে আসে উজান। সে নাকি 'মনের ডাক্তার।' উজান আদুরে মিষ্টুর দুষ্টু মিষ্টি ভুলের কবলে পড়ে। প্রথমে খুব রেগে যায়। কিন্তু আস্তে আস্তে মায়া পড়ে যায়।  কিন্তু ঘটনা চক্রে, ভুলের মতোই ভুল করে কিভাবে যেন মিষ্টুর বিয়েটাও হয়ে যায় মনের ডাক্তার উজানের সঙ্গে। এদিকে উজান ভালোবাসে সুকন্যা-কে। সে কিছুতেই মেনে নিতে পারে না এই বিয়ে। 


উজানের বাবার মিষ্টুর প্রতি মায়া আর স্নেহ জন্মালেও, উজানের মা অপর্ণাও কিছুতেই এই গ্রাম্য ভুলো মনের মেয়েকে মানতে পারেন না। কেউ এখানে মিষ্টু কে চায় না। সবাই ওর ভুল ধরিয়ে ওকে ছোট করতে চায়। শ্বশুড়বাড়ি তে মনে এতো চাপ পড়ায় বেড়ে যায় মিষ্টুর ভুল করার প্রবণতা। এই অবস্থায় কি করে সম্পর্ক গুলো টিকিয়ে রাখবে মিষ্টু? সে উজানের শত রাগ,  অবজ্ঞার মুখে দাঁড়িয়ে সাহস করে বলে, "আপনি তো মনের ডাক্তার। পারেন না আপনার স্ত্রীর সব ভুল শুধরে তার মন ভালো করে দিতে?" উত্তর মিলবে ধারাবাহিকের। নতুন এই ধারাবাহিক ইতিমধ্যেই মন কেড়েছে সবার।


আরও পড়ুন: International Yoga Day: সুস্থ থাকবে হৃদযন্ত্র, রুখবে ক্যানসার-ঝুঁকি! যোগের উপকার বোঝালেন ডাক্তাররা


আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি