নয়াদিল্লি: ভারতের তারকা টেনিস প্লেয়ার রোহন বোপান্না (Rohan Bopanna) তাঁর কেরিয়ার নিয়ে বড় বার্তা দিলেন। চলতি বছর সেপ্টেম্বরে আয়োজিত হতে চলেছে ডেভিস কাপ (Davis Cup 2023)। মরক্কোর বিরুদ্ধে দেশের মাটিতে খেলতে নামবে ভারত। সেই ম্যাচেই হয়ত শেষবার ডেভিস কাপের (Davis Cup 2023) মঞ্চে খেলতে দেখা যাবে ভারতকে। বোপান্না চেয়েছিলেন বেঙ্গালুরুতে নিজের ঘরের মাঠে শেষ ম্য়াচ খেলতে। কিন্তু অল ইন্ডিয়া টেনিস ফেডারেশন আগেই ভেন্যু হিসেবে উত্তরপ্রদেশের নাম ঘোষণা করায় সেখানেই খেলতে হবে বোপান্নাকে। 


২০০২ সালে প্রথমবার ডেভিস কাপে খেলতে নেমেছিলেন ৪৩ বছরের বোপান্না। এটিপি ট্যুরে এখনও খেলছেন এই অভিজ্ঞ ভারতীয় তারকা। দেশের হয়ে ৩২টি টাই খেলেছেন বোপান্না। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আগামী সেপ্টেম্বরেই আমি আমার কেরিয়ারের শেষ ডেভিস কাপ ম্যাচে খেলতে নামব। ২০০২ সাল থেকে ভারতীয় দলে রয়েছি আমি। আমি চেয়েছিলাম নিজের হোমটাউন বেঙ্গালুরুতে খেলতে। সতীর্থদেরও বলেছিলাম। কিন্তু তা হয়ত সম্ভব হবে না।'' তিনি আরও বলেন, ''২০ বছর ধরে আমি খেলে চলেছি। আমি অধিনায়ককে বলেছি আমার সিদ্ধান্তের কথা। আমি চাই সবাই আসুক খেলা দেখতে। ৪৩ বছরেও খেলতে পারছি, এটা আমার কাছে বোনাস।'' নিজের কেরিয়ারে ১২টি সিঙ্গলস ম্যাচ ও ১০টি ডাবলস ম্যাচ জিতেছেন বোপান্না। 


দেশের হয়ে সবচেয়ে বেশি ৫৮টি ম্যাচে অংশ নিয়েছেন লিয়েন্ডার পেজ। তালিকায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় (৪৩), রামানাথন কৃষ্ণন (৪৩), প্রেমজিৎ লাল (৪১), আনন্দ অমৃতরাজ (৩৯), মহেশ ভূপতি (৩৫) ও বিজয় অমৃতরাজ (৩২)। ডেভিস কাপে নামার নামার সঙ্গে সঙ্গে অমৃতরাজকে টপকে যাবেন বোপান্না।


কয়েক মাস আগে ইন্ডিয়ান ওয়েলস চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহন বোপান্না। যুক্তরাষ্ট্রে আয়োজিত পারিবাস ওপেনে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছিলেন রোহন বোপান্না ও তাঁর অজি পার্টনার ম্যাট এবডেন। রোহনের বয়স এই মুহূর্তে ৪৩। আর ভারতের প্রবীণতম টেনিস তারকা হিসেবে খেতাব জিতেছিলেন তিনি। 


শীর্ষ বাছাই নেদারল্যান্ডস ও ব্রিটেনের জুটিকে ৬-৩, ২-৬, ১০-৮ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন বোপান্নারা। নিজের কেরিয়ারের ১০০০ তম এটিপি ফাইনাল খেলতে নেমেছিলেন বোপান্না। তিনি বলেন, ''এটা সত্যিই আমার জন্য দারুণ একটা মুহূর্ত। আমি দীর্ঘদিন ধরে টেনিস খেলছি। এখানে অনেক দিন ধরে আসছি। অনেকদিন ধরে দেখে আসছি তরুণ টেনিস তারকাদের।''