কলকাতা: এই প্রথম নয়.. এর আগেও চর্চায় এসেছে, কটাক্ষের শিকার হয়েছে এই ধারাবাহিক। প্রথমে ফুলসজ্জার খাটে স্ত্রীকে সরিয়ে মায়ের শোয়া আর তারপরে, দেওর-বৌদির প্রেম, নায়কের দুর্ঘটনা... সব মিলিয়ে ফের শিরোনামে মানালি দে (Manali Dey) অভিনীত ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'।
এই ধারাবাহিকে রয়েছেন মানালির বন্ধুরা। রয়েছেন স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। এছাড়াও ধারাবাহিকে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee), কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas) ও সৃজনী মিত্র (Srijani Mitra)। এই ধারাবাহিকে, নায়িকার সঙ্গে তাঁর স্বামী পরাগের সম্পর্ক মোটেই ভাল নয়। বারে বারেই শিমুল অর্থাৎ মানালিকে মারবার চেষ্টা করে সে। কিন্তু তার বাইরেও এই ধারাবাহিক কটাক্ষের স্বীকার হয়েছে দেওর-বৌদির সম্পর্ক নিয়ে।
এই ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে, পুতুল অর্থাৎ শ্রীতমার বিয়ে হচ্ছে। যাঁরা নিয়মিত এই ধারাবাহিক দেখেন, তাঁরা জানেন, পুতুলের বিয়ে হচ্ছে তাঁরই শিক্ষক তীর্থর সঙ্গে। তীর্থই পুতুলকে বিয়ের কথা বলে আর তাতে রাজি হয়ে যায় পুতুল। কিন্তু তীর্থ আর পুতুলেই এই বিয়েতে মোটেই খুশি নন তীর্থর বৌদি। সেই চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা পাল (Ankita Paul)। সম্প্রতি ধারাবাহিকে এমন গল্প দেখানো হচ্ছে, যেখানে তীর্থর বৌদি তাঁকে বারে বারে বারণ করছে বিয়েটা করার জন্য। আর তীর্থ আর তাঁর বৌদির মধ্যে এমন কিছু কথাবার্তা দেখানো হয়েছে, সেখানে অনেকেরই মনে হয়েছে তীর্থর বৌদি তাঁর প্রতি অনুরক্ত।
এই এপিসোড সম্প্রচার হতেই অনেকেই চটেছেন নির্মাতাদের ওপর। অনেকেই বিরোধিতা করেছে এই ধরনের সম্পর্ক দেখানোর। তীর্থ আর পুতুলের বিয়েই কেবল দেখতে চায় দর্শক। আর তাই, দর্শকদের চোখে অঙ্কিতা এখন ভিলেন। যদিও দেওরের বিয়েতে সে যে কেন বাধা দিতে চাইছে তা স্পষ্ট করা হয়নি ধারাবাহিকে।
অন্যদিকে, সদ্য যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখানো হচ্ছে, পলাশের দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যেতে চায় শিমুল। এই পলাশকেই বিষ খাইয়ে খুন করার মিথ্যে অভিযোগে জেলে যেতে হয়েছিল শিমুলকে। যদিও সেই অভিযোগ মিথ্যে করে ফিরে এসেছে শিমুল। পরিবারে থেকেই সে যোগ দিয়েছে পুতুলের বিয়েতে। আর এই প্রোমোও কটাক্ষের মুখে পড়েছে। বার বার পলাশের বিরোধিতা সহ্য করেও যে কেন সে বারে বারে পলাশের কাছেই ছুটে যায়, সেটা নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন 'ন্যাকামি' বলে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।