কলকাতা: কোভিড টিকা থেকে শরীরে নয়া বিপত্তি দেখা দিতে পারে। এমন একটি আশঙ্কা টিকা শুরুর সময়ে অনেকেই করেছিলেন। সংবাদমাধ্যমের একাধিকবার এমন খবর উঠে আসে। এবার সেই আশঙ্কাই কিছুটা সত্যি হল বলে মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) একটি গবেষণাকারী দল গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্ক‌। তাদের সমীক্ষাতেই ধরা পড়েছে বেশ কয়েকটি রোগের কথা। দেখা গিয়েছে, ব্রেন, হার্ট ও রক্তের বেশ কিছু সমস্যা ডেকে এনেছে কোভিড টিকা (Covid Vaccine)। 


৯ কোটি মানুষের উপর পরীক্ষা


টিকা নিয়েছেন এমন প্রায় ৯০ মিলিয়ন বা ৯ কোটি মানুষকে নিয়ে এই পরীক্ষা করা হয়। তাতেই দেখা গিয়েছে এই রোগগুলির আশঙ্কা। সম্প্রতি এই গবেষণা ‘ভ্যাকসিন’ জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানেই মোট ১৩ রকম রোগের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা‌। দাবি, এই রোগগুলি রোগীদের শরীরে কোভিড টিকার ডোজ নেওয়ার পর দেখা দিয়েছে। এর মধ্যে হার্ট, রক্ত ও মস্তিষ্কের বেশ কিছু সমস্যা রয়েছে।‌


আটটি দেশজুড়ে পরীক্ষা


একটি দেশ বা এলাকার সমীক্ষার ভিত্তিতে এই দাবি নয়। বরং আটটি দেশ জুড়ে নয় কোটি মানুষের উপর সমীক্ষা চালানো হয়। এই তালিকায় ছিল আর্জেনটিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড। 


কোন কোন টিকার জেরে এই সমস্যা ?


কোভিডকালে টিকা তৈরি করেছিল বেশ কিছু সংস্থা।‌ তবে তাদের মধ্যে পিফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকা সংস্থার টিকাতেই সমস্যা দেখা গিয়েছে। কোনও ব্যক্তির দ্বিতীয় ডোজ, কারও তৃতীয় ডোজ নেওয়ার পর সমস্যাগুলি দেখা দিয়েছে।



  • পেরিকার্ডাইটিস - হার্টের এই বিশেষ রোগটির ঝুঁকি বাড়িয়েছে অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ডোজ। ঝুঁকি বেড়েছে ৬.৯ শতাংশ।‌ মডার্নার চতুর্থ ডোজের জন্য এই রোগের ঝুঁকি ১.৭ ও ২.৬ গুণ বেড়েছে।

  • গুলেন বারে সিনড্রোম - স্নায়ুর এই জটিল রোগের ঝুঁকি বেড়েছে অ্যাস্ট্রাজেনেকার ডোজ নেওয়ায়। রক্তনালিতে রক্ত জমাট বাঁধার আশঙ্কা ৩.২ গুণ বেড়েছে।


ভারতের কী অবস্থা ?


কোভিডের প্রথম ঢেউয়ের পর একটি সমীক্ষা করে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। তাতে দেখা গিয়েছে, কোভিড ১৯ থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে ফুসফুসের সমস্যা সবচেয়ে বেশি‌। ইউরোপীয় ও চিনা ব্যক্তিদের তুলনায় এই সমস্যা বেশি দেখা গিয়েছে। অনেকের ফুসফুসে স্থায়ী ক্ষতিও হতে দেখা গিয়েছে।


আরও পড়ুন - High Protein Salad: বাড়িতেই বানিয়ে ফেলুন ৩ হাই প্রোটিন স্যালাড, লাগবে সামান্য উপকরণ