কলকাতা: ধারাবাহিক 'ফুলকি'-তে দোল উৎসব উদযাপন। রঙের উৎসবের আনন্দে মেতেছে রোহিত ও ফুলকি। তবে এরমধ্যেই তাঁদের সামনে আসবে পরিবারের মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন সত্যি। ধারাবাহিকে আর কী কী নতুন মোড় আসতে পারে? নজর রাখা যাক..
ধারাবাহিক 'ফুলকি'-তে হোলির আনন্দে সামিল হয়েছে গোটা রায়চৌধুরী পরিবার। সেখানে রোহিত ও ফুলকির একটি ডান্স পারফম্যান্সও রয়েছে। তবে রুদ্র ফুলকির গায়ে রঙ লাগাতে গেলে, সে জল ঢেলে দেয় রোহিতের গায়ে। অন্যদিকে, শালিনী এসে রোহিতকে প্রশ্ন করে, সে কেন ফুলকির সঙ্গে হোলি খেলছে? সেই সময়ে সেখানে চলে আসে ফুলকি। শালিনী ও ফুলকির মধ্যে একটা বাকবিতণ্ডা হয়ে যায় হোলির উৎসবের মধ্যেই। ফুলকি শালিনীকে চ্যালেঞ্জ করে, যে শালিনী আদৌ রোহিতকে ভালবাসে না। তার আসল ইচ্ছা অন্যকিছু। শালিনীর আসল উদ্দেশ্য খুঁজে বের করার চ্যালেঞ্জ করে ফুলকি।
এর পরে, দোলের অনুষ্ঠানে একটু বেশিই ভাঙ খেয়ে ফেলে ফুলকি। পরিস্থিতি বুঝে রোহিত বাড়ি নিয়ে আসে ফুলকিকে। ভাঙ খেয়ে ঘুমিয়ে ফুলকি স্বপ্ন দেখে, সে ও রোহিত কাছাকাছি। এরপরে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন হয়। অংশ নেয় রায়চৌধুরী পরিবারের সবাই। অন্যদিকে, রুদ্র তাঁর স্ত্রী লাবণ্যের ওপর যে মানসিক অত্যাচার করে, সেটা রোহিত জানতে পারে। এই কথাটাই এতদিন থেকে বলে আসছে ফুলকি। এবার সেটা গোচরে আসে রোহিতেরও। সব জানতে পেরে রোহিত কী ব্যবস্থা নেবে, সেইদিকেই নজর থাকবে।
অন্যদিকে, ধারাবাহিকে নতুন মোড় 'কোন গোপনে মন ভেসেছে' ও 'নিম ফুলের মধু'-র। এই পর্বে, একসঙ্গে মিলে দোল খেলবে দত্তবাড়ি ও জোড়াবাড়ির সদস্যরা। আর জোড়াবাড়ি মানেই হল অনিকেত আর শ্যামলীর বাড়ি। দোলের উৎসবে তারা হাজির সৃজন ও পর্ণা পরিবারে। কিন্তু সেখানেই রয়েছে এক বিপদ!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।