কলকাতা: একেই বোধ হয় বলে, গল্পের গরু গাছে চড়া! স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল 'তিতলি'। সে বধির। তাই তার পাইলট হওয়ার স্বপ্ন কোনওদিনও পূর্ণ হবে না। জীবনে কোনওদিন বিমানেও ওঠেনি সে। এমত তিতলির জীবনেই ঘটতে চলেছে এক অত্যাশ্চর্য ঘটনা। সিরিয়ালের প্রোমোতে তেমনই ইঙ্গিত। দেখা যাচ্ছে, তিতলি স্বামী এবং পরিবারের সঙ্গে বিমানে চড়ে কোথাও যাচ্ছে৷ পাইলট হওয়ার স্বপ্ন আর কোনওদিন সত্যি হবে না, একথা ভেবে যখন সে মনমরা, তখনই ঘটে যায় এক ঘটনা। পাইলটের হার্ট অ্যাটাক! কোনও সহকারী পাইলটও বিমান চালাতে পারছেন না। সেই সময় ওড়না জড়িয়ে, কোমর বাঁধল তিতলি। কোনওদিন বিমানেই ওঠেনি তো কী হয়েছে, অনায়াসে বসে পড়লেন বিমানচালকের সিটে!! কেউ তাকে বাধাও দিল না।
এখানেই চমকের শেষ নয়। কানে না শুনতে পাওয়া তিতলি তার স্বামীকে বলল কন্ট্রোল রুমের নির্দেশ তাকে জানাতে। তারপর পটাপট নানারকম বাটন প্রেস করতে শুরু করল সে। কোনও প্রথাগত শিক্ষা ছাড়াই, যেন কোনও অলৌকিক উপায়েই আকাশে উড়ল বিমান।
এই অতিরঞ্জিত গপ্পোটি দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা। ফেসবুকেই ১১ হাজারের বেশি কমেন্ট। তাতে রীতি মতো ট্রোল করা হয়েছে সিরিয়ালের নির্মাতাদের। কেউ লিখেছেন, কত দামের গাঁজা খান আপনারা। কেউ আবার লিখেছেন, তিতলি ট্রাম্পকেও জিতিয়ে আনতে পারবে।
এর আগে অপারেশন থিয়েটারে রোগীকে বাঁচাতে বাথরুম ফ্লোর স্ক্রাব ব্যবহার করার দৃশ্য দেখিয়ে হাসির খোরাক হয়েছিল জি বাংলার সিরিয়াল কৃষ্ণকলি। এবার সেই দলে 'তিতলি'ও।