কলকাতা: ফের সাহিত্য দুনিয়ার দুর্দান্ত সৃষ্টি স্থান পাচ্ছে ছোটপর্দায়। আকাশ আট চ্যানেলের জনপ্রিয় 'সাহিত্যের সেরা সময়'-এর (Sahityer Shera Somoy) সপ্তম গল্পের ঘোষণা হল। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের 'বউচুরি' (Bouchuri)। কী ধরনের গল্প বলবে এই ধারাবাহিক? কাদের দেখা যাবে অভিনয়ে?


'বউচুরি'


প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে এই ধারাবাহিকের পরিচালনা করছেন বিজয় জানা। মৌমিতা করগুপ্তের চিত্রনাট্যে সংলাপ লিখেছেন শাঁওলি। জমিদার বিধুভূষণের বাড়িতে খবর এসেছে তাঁর ছোট ছেলে অনাথ কলকাতায় পড়তে গিয়ে ব্রাহ্মদের খপ্পড়ে পড়েছে। বুনো ছেলেকে বশ করতে বাড়ির লোক তাকে মিথ্যে অছিলায় ডেকে এনে বিয়ে দেয় পিতৃবন্ধুর ভাইজি মন্দাকিনীর সঙ্গে।


এদিকে অনাথের বিশ্বাস সে ভালবাসে ব্রাহ্ম ঘরের মেয়ে ইন্দুবালাকে। মন্দাকিনীর সঙ্গে বিয়ে হলেও ইন্দুবালার দাদা হেমন্তের প্ররোচনায় তরুণ অনাথ বিশ্বাস করে নেয় ভালবাসা রহিত এই বিবাহের একটাই অর্থ, মন্দাকিনী তার ভগিনী। আর এই 'বিশেষ ভগিনী'টিকে একবার কলকাতায় নিয়ে গিয়ে ব্রাহ্মধর্মে দীক্ষিত করে অন্য পাত্রস্থ করতে পারলেই তার জীবন ইন্দুময়।                                                                                                    


বাড়ির লোককে রাজি করতে না পেরে শেষে অনাথ নিজের ঘরেই চুরি করে। বউচুরি! কিন্তু চোরাই বউ নিয়ে শহরে গিয়ে পড়ার পরে এই দুই তরুণ জীবন কী আর একই খাতে বইবে? অনাথের ভালবাসার মোহ নাকি বিবাহ প্রতিষ্ঠানের উপরে মন্দার সরল বিশ্বাস, শেষ পর্যন্ত জিতবে কে?


এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে রাজর্ষি মুখোপাধ্যায়, বহ্নি চক্রবর্তী, অয়ন্যা চট্টোপাধ্যায়, রিয়াজ লস্কর, তানিশকা তিওয়ারি, দীপঞ্জালি মুখোপাধ্যায়, কেশব ভট্টাচার্য, সঙ্গীতা ঘোষ, আয়ুষ মজুমদার, পার্বনী বর্মন প্রমুখ।


আরও পড়ুন: Aparajita Adhya: বেশি বয়সে 'অত্যন্ত সরল' দাদার বিয়ে দিলেন অপরাজিতা, মায়ের ইচ্ছাপূর্ণ করে খোলা চিঠিতে লিখলেন...


আগামী ৫ অগাস্ট থেকে সোমবার থেকে শনিবার সন্ধে সাড়ে ৭টায় এই গল্প দেখা যাবে, শুধুমাত্র আকাশ আট চ্যানেলে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।