কলকাতা: জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'কড়ি খেলা' (Kori Khela)। স্বামীকে হারিয়ে সন্তানকে একা মানুষ করার লড়াই করতে থাকা পারমিতার গল্প। কিন্তু জীবন তো এক জায়গায় থেমে থাকে না। ফের তাঁর বিয়ে হয়। এক নতুন সংসারে নতুন করে শুরু। আর সেখানে নতুন লড়াইয়ের সম্মুখীন হওয়া।


পারমিতা নিজের ক্যাফে খুলেছে। নামও ভারী মিষ্টি, 'বারান্দা ক্যাফে'। তাঁর হাতের খাবার দাবার ইতিমধ্যেই বেশ প্রশংসিত হতে শুরু করে দিয়েছে। ধীরে ধীরে বাড়ছে খদ্দেরের সংখ্যাও। এমনই অবস্থায় পারমিতা বেশ বড়সড় একটা অর্ডারও পেয়েছে। তাঁর তো হাতে চাঁদ একেবারে। 


কিন্তু সুখ তো এমনি এমনি আসে না। তার সঙ্গে কিছু না কিছু সমস্যা বয়ে আনে। পারমিতার এত ভাল দিন কিছুতেই সহ্য করতে পারে না তাঁর জা ঋতু। পারমিতাকে বিপদে ফেলতে সে হাত মেলায় তাঁর প্রতিদ্বন্দ্বী ক্যাফের মালিক জয়ন্ত চৌধুরীর সঙ্গে। পারমিতার অর্ডারের সমস্ত খাবারে তারা লুকিয়ে রাসায়নিক মিশিয়ে দেয়। ফলে সেই খাবার খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  হন।


আরও পড়ুন: 'Sooryavanshi' Special Screening: কলকাতার প্রেক্ষাগৃহে পুলিশ বাহিনী নিয়ে বিশেষ স্ক্রিনিং 'সূর্যবংশী'র


এত মানুষ একসঙ্গে অসুস্থ হল পারমিতার খাবার খেয়ে? সে কি রক্ষা পাবে? পরদিন সকালে ঠিকই পুলিশ এসে হাজির হয় এবং গ্রেফতার করে পারমিতাকে। এরপর? সে কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? আবার কি সসম্মানে 'বারান্দা ক্যাফে'-র দরজা খুলতে পারবে পারমিতা? এই লড়াইয়ে যদিও সে পাশে পেয়েছে তার পরিবারকে। এই ট্যুইস্টের সম্পূর্ণ আপডেট পেতে দেখতে হবে 'কড়ি খেলা'।


‘কড়ি খেলা’ ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র পারমিতা ও অপূর্ব। তাঁদের দু'জনেরই প্রথম স্ত্রী ও স্বামীর মৃত্যু হয়। এরপর তাঁরা একে অপরকে বিয়ে করে নতুন করে সংসার শুরু করে। পারমিতার এক ছেলে ও অপূর্বর দুই মেয়ে।