কলকাতা: একসঙ্গে ছবি দেখেই শুরু হয়েছিল জোর গুঞ্জন। অনেকেই ভেবেছিলেন, ফের বড়পর্দায় দেখা যাবে 'যশমিতা'-র ম্যাজিক। অবশেষে ঘোষণা। ছবি নয়, নতুন মিউজিক ভিডিওর জন্য ফের জুটি বাঁধছেন ছোটপর্দার ‘অরণ্য সিংহ রায়' আর 'পাখি ঘোষ দস্তিদার’। এসভিএফের ব্যানারে বাবা যাদবের পরিচালনায় মুক্তি পাবে তাঁদের এই নতুন কাজ। 'ও মন রে' গানে মজবেন, ভাসবেন, প্রেম করবেন যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার।


২০১৩ সালে এই প্রযোজনা সংস্থার হাত ধরেই তৈরি হয়েছিল যশ দাশগুপ্ত আর মধুমিতা সরকার জুটির সুপারহিট ছবি 'বোঝেনা সে বোঝেনা'। সম্প্রতি প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি কেবল যশ-মধুমিতার একটি ছবি ট্যুইট করেছিলেন। তাতে লেখা, 'সামথিং ইজ কুকিং' অর্থাৎ, কিছু একটা রান্না হচ্ছে। ছবিতে দেখা গিয়েছিল, এসভিএফের অফিসে হাজির হয়েছেন যশ-মধুমিতা। মধুমিতার পরনে রিপট জিনস আর হলুদ-কালো টপ। অন্যদিকে যশের পরণে কার্টুনি আঁকা টি-শার্ট আর জিনস। এই ছবিটি ছড়িয়ে পড়েছে অভিনেতা-অভিনেত্রীদের ফ্যানপেজে। প্রিয় জুটিকে একসঙ্গে ফের দেখতে পাওয়ার খবরে খুশি অনুরাগীরা।


যশ মধুমিতার এই নতুন মিউজিক ভিডিও দৃশ্যতই ভীষণ সুন্দর হবে বলে দাবি প্রযোজনা সংস্থার। ভিডিওর পরিচালক হিসাবে রয়েছেন বাবা যাদব। ভিডিওর সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। গানটি গেয়েছেন বাংলাদেশের গায়ক তনবীর ইভান। এটাই তাঁর প্রথম মিউজিক ভিডিও হতে চলেছে। ২ অগাস্ট অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে এই মিউজিক ভিডিওর শ্যুটিং। জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি এসভিএফ মিউজিকে এই নতুন ভিডিও দেখতে পাবেন দর্শক। তবে মুক্তির দিন নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


'চিনি'-র সাফল্যের পর ভালো কাজের অপেক্ষায় ছিলেন মধুমিতা। অন্যদিকে নির্বাচনী লড়াই সেরে ফের বিনোদন জগতেই মন দিয়েছেন যশ। ভালো কাজ পেলে করতে আগ্রহী তিনিও। এই জুটির ফ্যানবেসের কথা মাথায় রেখেই মিউজিক ভিডিওর জন্য যশ ও মধুমিতাকেই বেছে নেওয়ার কথা ভেবেছে এসভিএফ।