মনোজ্ঞা লহিয়াল, অর্ণব মুখোপাধ্যায়, আগরতলা : অভিষেকের সফর ঘিরে উত্তপ্ত ত্রিপুরা। ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে অভিষেককে গো ব্যাক স্লোগান। পাল্টা খেলা হবে স্লোগান তৃণমূলের। দু’পক্ষই পরস্পরকে বলছেন বহিরাগত। অভিষেকের গাড়িতে হামলারও অভিযোগ উঠল। অভিষেকের ট্যুইট করা ভিডিওতে দেখা গেছে, তাঁর গাড়িতে লাঠির বাড়িও পড়েছে। অন্যদিকে আগরতলায় তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে দফায় দফায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর উপলক্ষে আগরতলা শহরে দলের পতাকা লাগাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। সেইসময় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্যর সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। মারধর করা হয় বলেও অভিযোগ। এনিয়ে উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, ত্রিপুরেশ্বরী মন্দির যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয়। তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও খেলা হবে স্লোগান তোলা হয়। এদিন তৃণমূলের পতাকা ছেঁড়ার ঘটনার নিন্দা করে ত্রিপুরার তৃণমূল নেতা প্রীতম শীল একটি ট্যুইট করেন। লেখেন, 'গণতন্ত্রের ধর্ষণ'। বিজেপি শাসিত রাজ্যগুলির দিকে আঙুল তুলে তাঁর কটাক্ষ, 'গণতন্ত্রের কোনও বালাই নেই, বিজেপি শাসিত রাজ্যগুলি ধর্ষণের রাজধানী হয়ে উঠছে'
Tripura: অভিষেককে কালো পতাকা, গাড়িতে লাঠি, দেবাংশুর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পাল্টা 'খেলা হবে' স্লোগান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Aug 2021 01:19 PM (IST)
দেবাংশু ভট্টাচার্যর সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। অভিষেকের ট্যুইট করা ভিডিওতে দেখা গেছে, তাঁর গাড়িতে লাঠির বাড়িও পড়েছে।
web-abhishek-debangshu-split-still-020821
Published at: 02 Aug 2021 01:19 PM (IST)