মনোজ্ঞা লহিয়াল, অর্ণব মুখোপাধ্যায়, আগরতলা : অভিষেকের সফর ঘিরে উত্তপ্ত ত্রিপুরা। ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে অভিষেককে গো ব্যাক স্লোগান। পাল্টা খেলা হবে স্লোগান তৃণমূলের। দু’পক্ষই পরস্পরকে বলছেন বহিরাগত। অভিষেকের গাড়িতে হামলারও অভিযোগ উঠল। অভিষেকের ট্যুইট করা ভিডিওতে দেখা গেছে, তাঁর গাড়িতে লাঠির বাড়িও পড়েছে।
অন্যদিকে আগরতলায় তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে দফায় দফায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর উপলক্ষে আগরতলা শহরে দলের পতাকা লাগাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। সেইসময় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্যর সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। মারধর করা হয় বলেও অভিযোগ। এনিয়ে উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, ত্রিপুরেশ্বরী মন্দির যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয়। তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও খেলা হবে স্লোগান তোলা হয়।
এদিন তৃণমূলের পতাকা ছেঁড়ার ঘটনার নিন্দা করে ত্রিপুরার তৃণমূল নেতা প্রীতম শীল একটি ট্যুইট করেন। লেখেন, 'গণতন্ত্রের ধর্ষণ'। বিজেপি শাসিত রাজ্যগুলির দিকে আঙুল তুলে তাঁর কটাক্ষ, 'গণতন্ত্রের কোনও বালাই নেই, বিজেপি শাসিত রাজ্যগুলি ধর্ষণের রাজধানী হয়ে উঠছে'
আজ দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে ত্রিপুরায় পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলা শহর সেজে ওঠে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টারে। যদিও এরই মধ্যে কয়েকটি জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতারা। আজ আগরতলায় পৌঁছে প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরে দলের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে যোগ দিতে সকালে আগরতলা রওনা দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক ও তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে ত্রিপুরার কমলাসাগর বিধানসভা এলাকায় প্রধান শিক্ষকের বদলির দাবিতে রাস্তা অবরোধ চলছিল । বিমানবন্দর থেকে আসার পথে সেখানে আটকে পড়েন অভিষেক। গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন অভিষেক। তারপরেই তাঁকে রাস্তা ছেড়ে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা।
পাশাপাশি, ত্রিপুরার ৮টি জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হল তিনজনকে। তৃণমূলের তরফে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বে থাকছেন সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত। ত্রিপুরায় সংগঠন গড়ে তোলার কাজ করবেন এই তিনজন
তৃণমূলের মিশন ত্রিপুরা নিয়ে রাজনৈতিক জল্পনার আবহেই শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটারেও উঠে আসে ত্রিপুরার প্রসঙ্গ। কের পুজো উপলক্ষে ত্রিপুরার জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী। সেই সঙ্গে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন তিনি। শুধু তাই নয়। বাংলার পাশাপাশি বিজেপি শাসিত ত্রিপুরাতেও, ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের ডাক দিয়েছে তৃণমূল।