কলকাতা: বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় জুটি শ্বেতা-রুবেল। সম্প্রতি যুগলের একটি ঘনিষ্ঠ ছবি সমাজমাধ্যমে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। আর তাই নিয়েই তুমুল কু-মন্তব্য এবং সমালোচনার শিকার হন রুবেল-শ্বেতা (Rubel-Sweta Trolled) দুজনেই। জানা যায়, 'যমুনা ঢাকি' ধারাবাহিকে কাজ করার সময় থেকেই শ্বেতার প্রেমে পড়েন রুবেল, সেই থেকেই সূত্রপাত সম্পর্কের। তিন বছর ধরেই সম্পর্কে আছেন তারা দুজন। নানা সময় যুগলের ছবি পোস্টও করেন তাঁরা নিজেদের সমাজমাধ্যমে। এবার সেই রকমই একটি ছবিকে ঘিরে শুরু হয় ট্রোলের বন্যা।
বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন টেলি-অভিনেতা রুবেল দাস। সেখানে দেখা যায় যে, বিছানায় খালি গায়ে আদুরে ভঙ্গিতে শুয়ে আছেন রুবেল এবং তাঁর উপরে ঝুঁকে আছেন তাঁর প্রেমিকা শ্বেতা। একভাবে জড়িয়েও আছেন রুবেলকে (Rubel-Sweta Trolled)। ছবির ক্যাপশনে রুবেল লেখেন, 'হাথ থামকর সাথ চলতে হ্যায়, এক দুসরে কো প্যায়ার সে সমঝতে হ্যায়'। আর এর উত্তরে শ্বেতা লেখেন, 'তোর আর আমার মাঝে শুধুই ভালবাসা, মরার আগে অবধি আমি ভালবাসব তোকে'। এই একান্ত অন্তরঙ্গ সেলফি পোস্ট করার পরেই বিপত্তি।
নেটিজেনদের একাংশ যেমন তাদের এই ছবি (Rubel-Sweta Trolled) দেখে অনুরক্ত হয়েছেন, তেমনি একাংশের মনে হয়েছে বিয়ের আগেই এমন অন্তরঙ্গ ছবি সমাজমাধ্যমে কেন পোস্ট করা হয়েছে। জনৈক নেটিজেন লেখেন পোস্টের কমেন্টে, 'শো অফ কাপল। একটুও ম্যাচিওরিটি নেই এদের মধ্যে। আশেপাশের জুটিদের দেখে কিছু শেখা উচিত'। আবার কেউ কেউ লেখেন, 'নিজেদের ব্যক্তিগত মুহূর্ত এভাবে বিক্রি করছেন? লজ্জা লাগা দরকার।' অন্য একজন লেখেন, “এত দেখিও না। কিছু জিনিস তো ব্যক্তিগত থাকাও দরকার। ভালবাসার অনুভূতিটা নিজেদের মনে রেখে দাও।” আর একজন লেখেন, “দেখতেও বিশ্রী লাগছে, বিয়ের আগেই তো সব সামনে।”
বর্তমানে 'নিম ফুলের মধু' ধারাবাহিকে অভিনয় করছেন রুবেল দাস এবং 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে দেখা যাচ্ছে শ্বেতাকে। বিয়ের গুঞ্জন চলছে বেশ কয়েকদিন আগে থেকেই। আগের বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রুবেল, সেই সময় তাঁর পাশে থেকেছেন শ্বেতা, নিজের সব কাজ ছেড়ে সবসময় রুবেলকে সঙ্গ দিয়েছেন তিনি। টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় এবং চর্চিত জুটি হিসেবে পরিচিত শ্বেতা-রুবেল, তবে তাঁর ঠিক কবে বিয়ে করছেন তা এখনও খোলসা করেননি দুজনের কেউই।
আরও পড়ুন: Shah Rukh Khan: ভাইরাল ভিডিওয় শাহরুখের সামনে 'কিং' ছবির চিত্রনাট্য, জল্পনা জোরালো অনুরাগীদের