মুম্বই: সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা শাহরুখ খান (Shah Rukh Khan) জানিয়েছিলেন যে 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' (Indian Premier League) চলার কারণে তিনি বিগত কিছু মাস কাজ থেকে ছুটি নিয়েছিলেন। আগামী জুলাই বা অগাস্ট থেকে ফের কাজ শুরু করবেন তিনি, জানান নিজেই। কিন্তু কোন ছবি, কী ধরনের কাজ, সেই বিষয়ে তেমন কিছুই জানাননি। সূত্র মারফৎ শোনা যায়, মেয়ে সুহানার (Suhana Khan) সঙ্গে 'কিং' ('King') নামক ছবিতে কাজ করবেন তিনি। আর এই সমস্ত জল্পনার মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। 


'কিং' ছবির জন্য প্রস্তুতি তুঙ্গে বলিউড কিং-এর! ভাইরাল হল ভিডিও


সম্প্রতি ভাইরাল হওয়ার ভিডিও মোটামুটি সূত্রের খবরেই দিচ্ছে সিলমোহর। আরও জোরালো হচ্ছে তাঁদের জল্পনা। শাহরুখ খানের এক ফ্যানক্লাবের পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয় এক্সে (পূর্ববর্তী ট্যুইটার) যেখানে তাঁকে সিনেমাটোগ্রাফার ও ২০০১ সালের 'অশোকা' ছবির পরিচালক সন্তোষ শিবানের প্রশংসা করতে শোনা যায়। 'অশোকা' পরিচালক 'কান চলচ্চিত্র উৎসব'-এ 'Pierre Angenieux ExcelLens' সম্মান পান সিনেম্যাটোগ্রাফিতে। সেই বিষয়েই তাঁকে শুভেচ্ছা জানান অভিনেতা। পরিচালকের সঙ্গে কাজের কথা মনে করতে দেখা যায় তাঁকে। যদিও গোটা ভিডিওজুড়ে কিং খানের আবেগঘন কথার পাশাপাশি তাঁর অনুরাগীদের নজর এড়ায়নি অভিনেতার সামনে রাখা চিত্রনাট্য। 


বাদশাহর একাধিক অনুরাগী খুব মনোযোগ সহকারে দেখে উদ্ধার করেছেন যে তাঁর সামনে রাখা স্ক্রিপ্টে লেখা 'কিং'। একজন লেখেন, 'কিং স্ক্রিপ্ট তৈরি আছে ভাই।' অপর একজন লেখেন, 'আর কেউ কি 'কিং' চিত্রনাট্য দেখতে পেলে?' আবার একজন লেখেন, 'কিংয়ের জন্য তৈরি।'


 






আরও পড়ুন: Balakrishna-Anjali Controversy: মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রীকে সজোরে ধাক্কা, সমালোচনার শিকার অভিনেতা, মুখ খুললেন নায়িকা


শাহরুখ অভিনীত 'কিং' প্রসঙ্গে...


একাধিক সূত্রের খবর, 'কিং' ছবির হাত ধরে ফের পর্দায় 'ডন' রূপে ফিরবেন শাহরুখ খান। ফারহান আখতারের 'ডন ৩' ছবিতে তিনি না থাকলেও একই ধরনের ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে 'কিং' ছবিতে, খবর এমনই। উল্লেখ্য, এই ছবির হাত ধরে বড়পর্দায় ডেবিউ করতে পারেন শাহরুখ-কন্যা সুহানা খানও। এর আগে তাঁর অভিনয়ে হাতেখড়ি হয়েছে জোয়া আখতারের 'দ্য আর্চিস' ছবির হাত ধরে যদিও সেটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। বাবা-মেয়েকে এই ছবিতে পরিচালনা করবেন সুজয় ঘোষ, খবর এমনই। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।