কলকাতা: সদ্য জি ফাইভে (Zee 5) মুক্তি পেয়েছে ইন্দ্রনীল রায়চৌধুরী (Indraneel Roychowdhury) পরিচালিত ছোটলোক (Chotolok)। বাস্তবের মোড়কে সমাজের এক বাস্তব ছবিকেই এই সিরিজে তুলে ধরেছেন পরিচালক। এই সিরিজে একাধিক প্রথম সারির অভিনেতা অভিনেত্রী থাকলেও, নজর কেড়েছেন মহিলা পুলিশের ভূমিকায় থাকা 'সাবিত্রী মণ্ডল' ওরফে দামিনী বেণী বসু (Benny Basu)। 


এই গল্প থ্রিলার হলেও, তাতে নাটকীয়তা নয়, স্পষ্ট বাস্তবের ছাপ। এই সিরিজে ছিলেন, প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar), গৌরব চক্রবর্তী (Gourab Chakraborty), উষসী রায় (Ushasi Ray), উষসী চক্রবর্তী (Usashi Chakraborty), লোকনাথ দে (Loknath Dey), প্রতীক দত্ত (Pratik Dutta), দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chattyopadhyay), সুমিত সমাদ্দার (Sumit Samaddar), তপস্যা দাশগুপ্ত (Tapasya Dasgupta) ও অন্যান্যরা। তবে সবচেয়ে বেশি প্রসংশিত হয়েছেন বেণী। 


এক ছাপোষা মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে বেণীকে। অনেকে বলছেন, তাঁর অভিনয় এতটাই বাস্তবোচিত যে আমাদের আশেপাশে থাকা যে কেনও পুলিশ অফিসারের চরিত্রকেই মনে করিয়ে দেয়। ৯ এপিসোড জুড়ে যে গল্প তুলে ধরা হয়েছে, তার মধ্যে ব্যোমকেশ বা ফেলুদার মতো সিনেমাটিক গল্প নেই, রয়েছে সাধারণ মানুষদের রোজনামচা।


দামিনী বেণী বসু একেবারে সাদামাটা একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর কথা বলার ধরণ, ভাষা, ভাবনা, সাদামাটা জীবনের ছাপ... সমস্তকিছুকেই অভিনয়ের মাধ্যমে ভীষণ বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন বেণী। কেবল সাধারণ মানুষেরা নন, ইন্ডাস্ট্রির অনেকেই প্রশংসা করেছেন দামিনীর অভিনয়ের। সবাই বলেছেন, 'সব সিরিজ ছোটলোক হয় না কারণ সব সিরিজে দামিনী বেণী বসু থাকেন না।' কেবল কাজ বা সাহসীকতাও নয়, পাশাপাশি সিরিজে ফুটিয়ে তোলা হয়েছে তাঁর বৈবাহিক জীবনকেও। এই সিরিজে যেমন প্রেম-সম্পর্ক রয়েছে, তেমনই রয়েছে রাজনীতি, পুলিশে চাকরির বিভিন্ন দিক, অপরাধ ও জটিল রহস্য। 


পুলিশের খাকি উর্দি, টেনে বাঁধা খোঁপা, মোটা ফ্রেমের চশমা... ডি গ্ল্যাম লুকেও দামিনী বেণী বসু যেন তাঁর জাত চিনিয়ে দিলেন এই সিরিজে। শুধু নিজের অভিনয়ে ভর করেই।


 






আরও পড়ুন: Dev Film: দেবের 'প্রধান' ছবিতে রয়েছে কী কী চমক? হদিশ দিলেন পরিচালক