কলকাতা: ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি। আজ প্রকাশ্যে এল দেবের নতুন ছবি 'প্রধান' (Pradhan)-এর প্রথম পোস্টার ও লুক। সেখানে দেখা গেল পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandhopadhay), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) ও দেব (Dev) স্বয়ং। এখানে পুলিশের বেশে দেখা গেল দেবকে। তাঁর পরণে খাকি পুলিশের পোশাক, চোখে গভীর চাহনি।


এই ছবি নিয়ে অভিজিৎ সেন অর্থাৎ ছবির পরিচালক বলছেন, 'প্রধান আমায় আমার দুই প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে। দেব ও পরাণদা। টনিক-এও ওঁদের সঙ্গে কাজ করেছিলাম। এই বছরের ক্রিসমাসটা আমার কাছে ভীষণ বিশেষ। যাঁরা এই ছবিতে কাজ করেছেন, প্রত্যেকেই ভীষণ ভাল  অভিনেতা-অভিনেত্রী। আর এই ছবিতে অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে একটা নতুন চমক রয়েছে। আমার আশা, দর্শকেরা ওঁকে নতুন করে আবিষ্কার করবে এই ছবির হাত ধরে। আমরা অনেক চেষ্টা করছি যাতে মানুষের ভাল লাগে এই ছবিটা।'


গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দেব জানান, তাঁদের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। ফ্লোর থেকে সৌমিতৃষা, পরিচালক ও প্রযোজকের সঙ্গে ছবিও ভাগ করে নেন দেব। এখন জোরকদমে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। সব ঠিক থাকলে ক্রিসমাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন ছোটপর্দার মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। এছাড়াও এই ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এই ছবিতে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য্য় (Ambarish Bhattacharya), মমতা শঙ্কর (Mamata Shankar), সুজন মুখোপাধ্যায় (Sujan Mukhopadhyay), বিশ্বনাথ বসু (Biswanath Basu ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। 


এর কিছুদিন আগে দেব পোস্ট করেন 'প্রধান' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার। বিভিন্ন ছবির নানা ধরনের চরিত্র। বিভিন্ন চরিত্রের জন্য মানানসই চেহারা, চুল ইত্যাদি বদলে থাকেন তারকারা। এক্ষেত্রেও খানিক তাইই। যে ছবি পোস্ট করেন দেব, সেখানে দেখা যাচ্ছে একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হয় 'কাপিং থেরাপি' করাচ্ছিলেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়। 


 






আরও পড়ুন: Salman Khan: ঈদের ছবি ব্যর্থ, কেন দীপাবলিকেই 'টাইগার ৩' মুক্তির জন্য বেছে নিয়েছিলেন সলমন?