কলকাতা: নতুন ওয়েব সিরিজে প্রথমবার দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় এই জুটিকে। অর্পণ ঘোষাল (Arpan Ghoshal) আর স্বীকৃতি মজুমদার (Swikriti Majumdar)। স্টার জলসার ধারাবাহিক 'মেয়েবেলা'-তে জুটি হিসেবে দেখা গিয়েছিল তাঁদের। আপাতত ধারাবাহিক 'আলোর কোলে'-তে অভিনয় করছেন স্বীকৃতি। নতুন এই ওয়েব সিরিজ মুক্তি পাবে ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজটি পরিচালনা করছেন, জয়দীপ বন্দ্যোপাধ্যায় (Joydip Banerjee)। প্রেমের এই গল্পের নাম দেওয়া হয়েছে 'রাজা রানী রোমিও'।
এই ছবিতে অর্পণের চরিত্রের নাম ইমরান মণ্ডল। নিজের নাম পাল্টে মিঠুন দাস নাম নিয়ে ফুলবাড়ি অঞ্চলে বসবাস করছে সে। ফুলবাড়ি ধাবায় ওয়েটারের কাজ করে ইমরান, নিশ্চিন্ত শান্তিপূর্ণ জীবন। খুব কম বয়সে একটা ঘটনায় পুলিশ কেসে জড়িয়ে যাওয়ায় বর্ধমানে নিজের গ্রাম থেকে পালাতে হয়েছিল ইমরানকে। এরপর থেকে সারাজীবন শুধু পালিয়েই বেড়াচ্ছে ইমরান। তবে ফুলবাড়িতে এসে তার মনে হয়েছিল, জীবনের অন্ধকার দিক শেষ হল বুঝি। আর সেই সময়েই, অপরিচিত এক ক্রেতার ফেলে যাওয়া ফোন ওলট পালট করে দেয় তার জীবন। এই ফোন গায়ত্রী বলে এক মহিলার। সেই ফোন ফেরৎ নিতে এসে প্রথম দেখা হয় ইমরান ও গায়ত্রীর। দেখামাত্রই গায়ত্রীর প্রেমে পড়ে ইরফান। কিন্তু এই গায়ত্রী বিবাহিত, প্রভাবশালী এক ব্যবসায়ীর স্ত্রী। গায়ত্রীর স্বামীর ভূমিকায় থাকছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ঠিক কোন পথে এগোয় তাজের সম্পর্ক ও তাতে কী কী মোড় আসে সেই গল্পই দেখা যাবে এই ওয়েব সিরিজে।
ওয়েব সিরিজটি নিয়ে পরিচালক বলছেন, 'এটি একটি রোম্যান্টিক থ্রিলার। এই ঘরানার কাজ বাংলায় খুব কম হয়। প্রত্যেকটি চরিত্রেরই প্রচুর শেডস রয়েছে, ধূসর দিকও রয়েছে। অভিনেতা অভিনেত্রীরা প্রাণ ঢেলে অভিনয় করে সেগুলিকে ফুটিয়ে তুলেছেন। ক্লিকের সঙ্গে কাজ করার ভীষণ স্বাচ্ছন্দ্যের।' সিরিজটি নিয়ে স্বীকৃতি বলছেন, 'রাজা রাণী রোমিও-তে আমার প্রথমেই যেটা দারুণ লেগেছিল, তা হল গল্পের গভীরতা। আমার চরিত্র যেমন নায়িকা, তার একটি ধূসর দিকও রয়েছে। অর্পণের সঙ্গে আগেও কাজ করেছি, মানুষ আমাদের জুটিকে পছন্দ করেন। তাই ফের নতুন কাজ, নতুন চরিত্র পেয়ে ভাল লাগছে। একই সুর নায়কের গলাতেও। অর্পণ বলছেন, 'জয়দীপদা শুরু থেকেই আমাদের সবাইকে খুব অনায়াসে নিজের ভাবনার সাথে জড়িয়ে নিয়েছিল। ফলে শ্যুটিং-এ অনেক সময় বৃষ্টি বা অন্যান্য কারণে তাড়াহুড়ো হলেও অভিনেতা হিসেবে কখনও আত্মবিশ্বাসের অভাবে ভুগিনি।'
ফিল্মস এন্ড ফ্রেমস-এর প্রযোজনায় মুক্তি পাবে এই সিরিজটি।
আরও পড়ুন: Junior Mehmood Death: ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত কৌতুক অভিনেতা 'জুনিয়র মেহমুদ'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।