কলকাতা: বৈশাখের শুরুতেই একগুচ্ছ নতুন ওয়েব সিরিজের ঘোষণা করেছে 'হইচই' (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্ম। আর তার মধ্যে অবশ্যই অন্যতম চমক দেবালয় ভট্টাচার্য্যের (Debaloy Bhattacharya)-র সিরিজ 'বোকাবাক্স তে বন্দি' (Bokabaksho Te Bondi) ও সায়ন্তন ঘোষালের নতুন সিরিজ 'বিজয়া' (Bijoya)। এই দুই সিরিজের কাস্টিং থেকে শুরু করে গল্পের মোড়, সবেতেই রয়েছে চমক।


 


বোকাবাক্স তে বন্দি




 


এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)-কে। ছোটপর্দার ধারাবাহিক 'গাঁটছড়া'-র মুখ্যভূমিকায় অভিনয় করার পরে, কিছুদিনের বিরতি নিয়েছিলেন 'খড়ি' ওরফে শোলাঙ্কি। তবে এবার ধারাবাহিক নয়, ওয়েব সিরিজ নিয়ে ফিরছেন তিনি। তাঁর চরিত্রের নাম অপালা। শোলাঙ্কির বিপরীতে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya)। হইচই-এর সঙ্গে নীলের প্রথম ওয়েব সিরিজ এটি। এই সিরিজে শোলাঙ্কির যে লুক প্রকাশ পেয়েছে সেখানে নায়িকাকে গোটাটাই দেখা যাচ্ছে হুইল চেয়ারে বসে। অপালা একজন অভিনেত্রী, তবে হঠাৎ তাঁর জীবনে এমন একটা ঘটনা ঘটে যায় যেখানে তার অভিনীত চরিত্র আর বাস্তব ছবিটা একেবারে মিলেমিশে যায়।


 


 


বিজয়া




সায়ন্তন ঘোষাল-এর আগে 'সম্পূর্ণা'-র মতো ওয়েব সিরিজে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। আর এবার, নতুন এই সিরিজে সায়ন্তনের বাজি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আজ প্রকাশ্যে এসেছে সিরিজের অন্যান্য চরিত্র ও স্বস্তিকার লুকও।  এই সিরিজে অন্যান্য চরিত্রে দেখা যাবে, সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee) ও দেবদত্ত রাহা (Debdutta Raha)-কে। নামভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে।  একটি ছোট শহরে বসবাসকারী বিজয়া তার ছেলেকে পাঠান কলকাতায়। উচ্চশিক্ষার জন্য। তবে বিজয়ার শান্ত, নিস্তরঙ্গ জীবন হঠাৎ ছাড়াখাড় হয়ে যায় যখন সে খবর পায়, কলকাতায় তার ছেলে আত্মহত্যা করার চেষ্টা করেছে। গুরুতর আহত হয়ে এখন সে কোমায়। ছেলের জন্য কলকাতায় চলে আসে বিজয়া। এরপরেই শুরু হয় বিজয়ার লড়াই, ছেলের আত্মহত্যার কারণ খুঁজে বের করার, তাকে বিচার দেওয়ার।


চলতি মাস অর্থাৎ এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে মুক্তি পাবে এই ওয়েব সিরিজগুলি।


 


আরও পড়ুন: New Web Series: ওয়েব সিরিজে শরৎচন্দ্রের 'পরিণীতা', পাওলির 'গুটিপোকা' থেকে প্রজাপতি হয়ে ওঠার গল্প


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।