কলকাতা: ভোটের (Lok Sabha Election) আগে রামনবমী (Ram Navami) পালন নিয়ে ফের পারদ চড়তে শুরু করেছে। বিধানসভা ভোট হোক কিংবা পঞ্চায়েত ভোট, রাম নবমীতে বারংবার 'অশান্তি' নিয়ে এর আগেও সতর্কবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছর লোকসভা ভোটের আগে ফের রামনবমী নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মমতা। 


বিজেপিকে নিশানা করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দেশে কিন্তু খুব কঠিন অবস্থা চলছে। যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধ, যুদ্ধ খেলা করবে। দাঙ্গাও করতে পারে। ১৭ তারিখ ওদের অশান্তি করার দিন।  ওরা চায় অশান্তি করে এনআইএ ঢুকিয়ে ভোট বানচাল করতে। হিংসার জন্য প্রস্তুত হয়ে আছে, কেউ প্ররোচনায় পা দেবেন না। আমাদের শান্তি বজায় রাখতে হবে। আপনাদের এখানকার প্রার্থী একজন গুন্ডা, তিনি আবার আগুন লাগাবে। শীতলকুচির মতো গুলি চালিয়ে দেবে', কোচবিহারের সভা থেকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।  



এদিকে রামনবমী নিয়ে মমতার মন্তব্যর পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'সাবধান মমতা বন্দ্যোপাধ্যায় সভায় সভায় গিয়ে বলে বেড়াচ্ছেন রামনবমীতে দাঙ্গা হবে, দাঙ্গা হবে। অন্য সম্প্রদায়ের লোক কিন্তু কিছু বলছে না। উনিই জোর করে উস্কানি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে তেজপাতা মনে করেন। রান্নায় লাগবে কিন্তু খাওয়া যাবে না।'


আরও পড়ুন, আগামী ২০ দিন ট্রাফিক ব্লক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকাল বাতিল


অন্যদিকে, আজ হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট।  জমায়েত কমিয়ে শোভাযাত্রার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তর। ২০০ জনের জমায়েত নিয়ে শোভাযাত্রায় অনুমতি দেওয়া হয়েছে। এদিন আদালতের তরফে বলা হয়েছে, 'বি ই কলেজের ১ নম্বর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত করা যাবে শোভাযাত্রা। কোথাও দাঁড়াবে না মিছিল। কোনও অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না। কোনওরকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। রাজ্য চাইলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত শোভাযাত্রা করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ। রামের মূর্তি ব্যবহারের জন্য শোভাযাত্রায় একটি গাড়ি রাখার অনুমতি'।              


২১ জুলাই একই রুটে একই শর্তে আরও একটি সংগঠনকে শোভাযাত্রার অনুমতি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে