মুম্বই: তুমুল বিতর্কের মুখেও সম্মানিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। এবার দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ( Dadasaheb Phalke Awards 2023) সেরা ছবির শিরোপা (Best Film) উঠল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবির মুকুটে। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছেড়ে চলে আসার পটভূমিকায় তৈরি এই ছবি এর মধ্য়েই দেশ ও আন্তর্জাতিক মহলে তুমুল আলোড়ন তৈরি করেছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় ছবিটির সমালোচনা করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন আইএফএফআই-র চেয়ারম্যান তথা ইজরায়েলের বিশিষ্ট পরিচালক নাদাভ লাপিদ। তার পর বহু কূটনৈতিক নাটকীয়তা দেখেছে ভারত। তার পরও 'দ্য কাশ্মীর ফাইলস'-এর এই শিরোপায় নতুন চাঞ্চল্য নানা শিবিরে।


প্রতিক্রিয়া বিবেক অগ্নিহোত্রীর...
এদিন পুরস্কার জয়ের কথা ট্যুইটারে লেখেন পরিচালক স্বয়ং। পুরস্কার জয়ের পাশাপাশি দেন ক্যাপশনও। তাতে লেখা, 'সন্ত্রাসের বলি সমস্ত মানুষ এবং ভারতের প্রত্যেক নাগরিক যাঁরা এই ছবিকে আশীর্বাদ দিয়েছেন তাঁদের জন্যই এই পুরস্কার।'



খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। পরিচালক অভিষেক কপূর গোটা টিমকে অভিনন্দন জানান। এই বছরই দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা হয়েছেন অনুপম খের। 'দ্য কাশ্মীর ফাইলস'-র পাশপাশি 'কার্তিকেয়২' এবং 'উঁচাই'-র জন্যও তাঁকে এই সম্মান দেওয়া হয়। সে কথা ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছেন অভিনেতা নিজেই। সব মিলিয়ে সাফল্য ও পুরস্কার জয়ের আনন্দে ফুটছে 'দ্য কাশ্মীর ফাইলস' টিম । মুগ্ধ ভক্তদের শুভেচ্ছাও কিছু কম আসেনি।  


বিতর্কের প্রেক্ষাপট...
নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের যে ভাবে ভিটেমাটি ছেড়ে চলে আসতে হয়েছিল, তা নিয়েই তৈরি দ্য কাশ্মীর ফাইলস। যদিও ছবিটির বিরুদ্ধে অভিসন্ধিমূলক প্রচারের অভিযোগ এনেছিলেন ফিল্ম-সমালোচকদের অনেকেই। বিনোদনের আঙিনা থেকে রাজনীতির অন্দরমহল পর্যন্ত তোলপাড় ফেলে দেয় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি। পরে আইএফএফআই-র চেয়ারম্যান তথা ইজরায়েলের বিশিষ্ট পরিচালক নাদাভ লাপিদ ছবিটিকে 'অশ্লীল, প্রোপাগান্ডা' বলে সমালোচনা করে পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয় ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলনকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই ধরনের মন্তব্যের জন্য লজ্জিত হওয়া উচিত লাপিদের। ঘরোয়া রাজনীতি থেকে আন্তর্জাতিক কূটনীতিতেও ছাপ ফেলে দ্য কাশ্মীর ফাইলস। তবে সব পেরিয়ে সাফল্যের ধারা ধরে রাখল সে।


আরও পড়ুন:বেসরকারি হাসপাতালে দুর্নীতি হচ্ছে কিনা খতিয়ে দেখবে টিম, স্বাস্থ্যসাথী নিয়ে কড়া রাজ্য