নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ফিরোজ খান (Firoz Khan Passes Away)। বলিউড তারকা অমিতাভ বচ্চনকে অনুকরণ (Amitabh Bachchan Mimicry) করার জন্য বিশেষ খ্যাত ছিলেন ফিরোজ। সূত্রের খবর, তিনি হৃদরোগে আক্রান্ত (heart attack) হয়ে প্রয়াত হয়েছেন। ইন্ডিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার, অর্থাৎ আজ, উত্তরপ্রদেশের বদায়ুঁতে মৃত্যু হয়েছে তাঁর। এক বন্ধুও এই খবর নিশ্চিত করেছেন। 


হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ফিরোজ খানের


দুর্গা রাহিকোয়ার, যিনি শাহরুখ খানের অনুকরণের জন্য খ্যাত, তিনি আজ সোশ্যাল মিডিয়ায় ফিরোজ খানের মৃত্যুর খবর দেন। তিনি লেখেন, 'আজ আমাদের মাঝে ফিরোজ খান ভাইজান (জুনিয়র অমিতাভ বচ্চন) আর নেই।' তিনি একটি পুরনো ছবিও ভাগ করে নেন যেখানে তাঁকে ফিরোজ খান ও কপিল শর্মার সঙ্গে জনপ্রিয় শোয়ে দেখা যাচ্ছে।                             


ইন্ডিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, ফিরোজ খান কিছুদিন ধরেই বদায়ুঁতে ছিলেন এবং একাধিক ইভেন্টে অংশ নিচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় রিলও বানাতেন তিনি। ৪ মে, বদায়ুঁ ক্লাবে ভোটার মহোৎসবে শেষ পারফর্ম করেন তিনি। সেখানেও তাঁকে অমিতাভ বচ্চনের মতো সাজপোশাকে দর্শকদের মনোরঞ্জন করেন। সূত্রের খবর, বদায়ুঁতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


ফিরোজ খান প্রবলভাবে খ্যাত ছিলেন অমিতাভ বচ্চনের অনুকরণ করে সাধারণ দর্শকের মনোরঞ্জনের জন্য। তবে 'ভাবি জি ঘর পর হ্যায়' (Bhabhi Ji Ghar Par Hain) ধারাবাহিকের হাত ধরে তিনি আরও প্রবল খ্যাতি লাভ করেন। এছাড়াও তিনি 'জিজা জি ছত পর হ্যায়', 'সাহেব বিবি অউর বস', 'হাপ্পু কি উল্টন পল্টন' ও 'শক্তিমান'-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়া সঙ্গীতশিল্পী আদনান সামির সুপারহিট গান 'থোড়ি সি তো লিফ্ট করা দে'-তেও দেখা গিয়েছিল ফিরোজ খানকে। বুধবার, গতকালই, ফিরোজ খান ইনস্টাগ্রামে রিল শেয়ার করেন, সেখানেও তাঁকে অমিতাভ বচ্চনের 'কুলি'র পোশাকে দেখা যায়।


আরও পড়ুন: Bangla Serial Update: নতুন চ্যালেঞ্জের মুখোমুখি জাগৃতি ও অনিরুদ্ধ, পাশে দাঁড়াল কনস্টেবল মঞ্জু






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।