ইস্তানবুল: ইস্তানবুলে ছুটি কাটাতে গিয়েছিলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৌম্যা ট্যান্ডন। কিন্তু তাঁর অভিজ্ঞতা মোটেই সুখকর হল না। এক ট্যাক্সি ড্রাইভার তাঁর ব্যাগ থেকে ৮০০ ইউরো ছিনতাই করেছে বলে অভিযোগ করেছেন সৌম্যা। তিনি জানিয়েছেন, তাঁর কাছে ট্যাক্সির নম্বর এবং ভ্রমণের রসিদ না থাকায় পুলিশ কোনওরকম সাহায্য করেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সতর্ক হয়ে গিয়েছেন।

‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকে অনিতা ভাবির চরিত্রে অভিনয় করেন সৌম্যা। তিনি জানিয়েছেন, ইস্তানবুলে অর্থ ছিনতাই হলেও, সেখানে ঘুরে তাঁর ভাল লেগেছে। ট্রামে চড়েছেন, স্থানীয় ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন। ইস্তানবুল তাঁর ভাল লেগেছে।