মুম্বই: ছোট পর্দা হোক কিংবা বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরা প্রায়শই নিজেদের ছোটবেলার ছবি পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। কখনও শ্রদ্ধা কপূরকে দেখা যায় ছোটবেলার ছবি পোস্ট করতে। তো কখনও হৃত্বিক রোশন কিংবা রণবীর কপূরের ছোটবেলার ছবি ভাইরাল হয়। অনুরাগীরা তাঁদের প্রিয় তারকার ছোটবেলার ছবি দেখতেও পছন্দ করেন। এবার তেমনই এক বলিউড অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে নিলেন ছোটবেলার ছবি। শুধু ছবি পোস্ট করাই নয়, তার সঙ্গে সেই ছবি পাওয়ার গল্পও জানালেন।


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছোটবেলার ছবি পোস্ট করেছেন 'ভাবিজি ঘর পর হ্যায়' (Bhabiji Ghar Par Hai) খ্যাত অভিনেত্রী সৌম্যা ট্যান্ডন (Saumya Tandon)। এই ধারাবাহিকে তিনি 'অনিতা মিশ্রা'র চরিত্রে অভিনয় করতেন। ছোটবেলার ছবি পোস্ট করে জানালেন কীভাবে তিনি এই ছবিটি খুঁজে পেলেন। সৌম্যা ট্যান্ডন লিখেছেন, 'এটা আমার ছোটবেলার ছবি। এই ছবি পাওয়ার পিছনে একটা মিষ্টি গল্প রয়েছে। রাকেশ জৈমিনি নামে ভোপালের এক মিষ্টি ভদ্রলোক চিত্রগ্রাহক আমাকে মেসেজ করেন। তিনি মেসেজে জানান যে, অনেক অনেক বছর আগে আমার বাবা-মা ওঁর স্টুডিওতে গিয়েছিলেন। আর ওঁর স্টুডিওতে আমার ছবি তুলেছিলেন। আর সেই ছবিটিই তিনি আমাকে পাঠালেন। ওঁর সেই মেসেজ এবং ছবি আমার মন ভরিয়ে দিয়েছে। তিনি মেসেজে আমাকে আরও বলেছেন যে, কীভাবে সেই দিনগুলোয় আমার বাবা-মা আমার সেরা ছবিটা তুলতে চেয়েছিলেন। ধন্যবাদ আঙ্কল এই ছবিটা আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার বাবা-মায়ের সঙ্গে আমার ছোটবেলার ছবিগুলোর কত স্মৃতি জড়িয়ে রয়েছে।' ছোটবেলার ছবি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা নানা গল্পে নস্টালজিক হয়ে পড়েন সৌম্যা ট্যান্ডন।



আরও পড়ুন - Sharmaji Namkeen: মুক্তি পেল 'শর্মাজি নমকিন' ছবির গান, নজর কাড়লেন ঋষি কপূর-পরেশ রাওয়াল


প্রসঙ্গত, সৌম্যা ট্যান্ডন ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। বিভিন্ন শোয়ের সঞ্চালনা করার পাশাপাশি বেশ কিছু ধারাবাহিকেও অভিনয় করেছেন। তবে, তিনি জনপ্রিয় হয়ে ওঠেন 'ভাবিজি ঘর পর হ্যায়' ধারাবাহিক দিয়ে। বেশ কিছু বছর এই ধারাবাহিকে অভিনয় করার পর করোনা পরিস্থিতির কারণে তিনি ধারাবাহিক থেকে সরে যান। তবে, কেবলমাত্র ছোটপর্দাতেই দেখা যায়নি সৌম্যা ট্যান্ডনকে। তিনি অভিনয় করেছেন 'যব উই মেট' ছবিতেও। শাহিদ কপূর এবং করিনা কপূর খান অভিনীত 'যব উই মেট' (Jab We Met) ছবিতে করিনা কপূরের বোন রূপের চরিত্রে অভিনয় করেন তিনি।