মুম্বই: ট্রেলার মুক্তি পেয়েছিল আগেই।  আজ নেট মাধ্যমে মুক্তি পেল প্রয়াত বলিউড অভিনেতা ঋষি কপূরের (Rishi Kapoor) শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর (Sharmaji Namkeen) নতুন গান। এই প্রথমবার হিন্দি ছবির জগতের ইতিহাতে একই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দুই অভিনেতাকে। 'শর্মাজি নমকিন' ছবিতে একই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋষি কপূর এবং পরেশ রাওয়ালকে (Paresh Rawal)। আজ এই ছবির নতুন গান 'ইয়ে লুঠেরে' মুক্তি পেল।


'শর্মাজি নমকিন' ছবির গান 'ইয়ে লুঠেরে' মুক্তি পেতেই নেট মাধ্যমে ঝড় তুলল। এই গানের ভিউ কয়েক ঘণ্টাতেই ১০ লক্ষেরও বেশি ছাড়িয়েছে। 'শর্মাজি নমকিন' ছবিতে ঋষি কপূর, পরেশ রাওয়াল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জুহি চাওলাকে।



আরও পড়ুন - ABP Exclusive: স্পাইক চুল-গলায় চেন, গানের শ্যুটিংয়ের জন্য মুম্বই পাড়ি ভুবন বাদ্যকরের


প্রসঙ্গত, সম্প্রতি বাবাকে নিয়ে আবেগঘন এক প্রকাশ্যে এসেছে অভিনেতা রণবীর কপূরের (Ranbir Kapoor)। কথা বললেন বাবা ও তাঁর অভিনীত শেষ ছবি নিয়ে। ভিডিওতে রণবীরকে বেশ আবেগঘন হতে দেখা গেল। স্পষ্টতই তিনি মন থেকে সব কথা বলছিলেন। কথায় কথায় রণবীর বলেন, কীভাবে তাঁর বাবা, একজন জীবন্ত এবং ইতিবাচকতায় পূর্ণ মানুষ ছিলেন এবং তাঁর স্বাস্থ্যের অবনতি সত্ত্বেও যে কোনও মূল্যে ছবিটি সম্পূর্ণ করতে চেয়েছিলেন। অভিনেতা আরও বলেন যে, ঋষি কপূরের দুর্ভাগ্যজনক মৃত্যুর ফলে নির্মাতারা ভিএফএক্স চেষ্টা করেন। যার ফলে তাঁকে ছবিটি সম্পূর্ণ করার জন্য কৃত্রিম উপায়ে চেষ্টা করতে হয়েছিল। এই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। তিনি নিশ্চিত করেন যে ঋষি কপূরের অসম্পূর্ণ ছবিটি ঠিকমতো শেষ হয়। এবং সেই কারণে পরেশ রাওয়ালের প্রতি কৃতজ্ঞতা জানান রণবীর। 'শর্মাজি নমকিন' অবসরপ্রাপ্ত এক ব্যক্তির গল্প বলে, যিনি একটি মহিলাদের দলে যোগ দেওয়ার পরে রান্নার প্রতি তাঁর ভালবাসা আবিষ্কার করেন। ছবিটি ৩১ মার্চ মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওস-এ।