কলকাতা: প্রায় ১ বছর আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। তারপর করোনার ধাক্কায় পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তি। এই ছবির জন্য দীর্ঘ অপেক্ষা করেছেন নস্ট্যালজিক বাঙালি। কারণ? যে মুষ্ঠিমেয় চরিত্রদেক নিয়ে বাঙালি গর্ব করে, এই ছবি তাঁদেরই একজনকে ঘিরে। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। তাঁর জীবনকে রুপোলি পর্দায় তুলে আনতে চেয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। তাঁরই পরিচালনায় তৈরি হয়েছিল 'অভিযান'। নিজের বয়সকালের চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই। আজ পরিচালক একটি ভিডিও পোস্ট করে ঘোষণা করলেন মুক্তির দিন। চলতি বছরের নববর্ষে অর্থাৎ ১৫ এপ্রিল মুক্তি পাচ্ছে 'অভিযান'। 


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন পরমব্রত। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, কৌশিক সেন ও অন্যান্যরা। ভিডিও পোস্ট করে পরমব্রত লিখেছেন, '১ বছর আগে আমার 'অভিযান' এর ট্রেলার মুক্তি দিয়েছিলাম। তারপর করোনা আমাদের ছবির মুক্তি আটকে দিয়েছিল। এই বছর, আমাদের ছবি মুক্তির আর ১ মাসও বাকি নেই। খুব গর্বের সঙ্গে ছবির কিছু কিছু ঝলক ভাগ করে নিচ্ছি। বাংলা নববর্ষ অর্থাৎ ১৫ এপ্রিল আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে 'অভিযান'।


আরও পড়ুন: 'হ্যারি পটার' সোহম, বিপরীতে প্রিয়ঙ্কা, গরমের ছুটিতে আসছে 'কলকাতার হ্যারি'


পাখির চোখে কলকাতা শহর, ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে কিংবদন্তীর গলার স্বর.. ‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি’। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে ৮৬তম জন্মদিনে মুক্তি পাওয়া 'অভিযান'-এর টিজার আবেগে ভাসিয়েছিল দর্শকদের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীকেই রূপোলি পর্দায় তুলে ধরবে 'অভিযান'। পর্দায় তরুণ সৌমিত্রের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। আর প্রবীণ অভিনেতার ভূমিকায়? সৌমিত্র স্বয়ং। যিশু সেনগুপ্ত ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়,  কিউ, বাসবদত্তা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সোহিনী সেনগুপ্ত অভিনীত এই ছবির ট্রেলারও যথেষ্ট জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে।


সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তথাকথিত বাণিজ্যিক ছবি বানাতে চাননি পরমব্রত। তিনি চেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে আর্কাইভ করতে চেয়েছিলেন, ট্রেলারে নিজে মুখেই সেকথা বলছেন পরিচালক-অভিনেতা। তাঁর দাবি, 'এই ছবির মধ্য দিয়েই অচেনা সৌমিত্রকে চিনবেন দর্শকরা। কিংবদন্তীর জীবনের খুঁটিনাটি ফুটে উঠবে গোটা ছবি জুড়ে।