মুম্বই: ম্যায়নে পেয়ার কিয়া-য় তাঁর প্রেমে পড়েছিল গোটা বলিউড। সেই ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু এবার বলিউডে নাম লেখাচ্ছেন।

অনুরাগ কাশ্যপের ফ্যান্টম ফিল্মসের অ্যাকশন কমেডি মর্দ কো দর্দ নেহি হোতা হবে তাঁর প্রথম ছবি। ছবিটি পরিচালনা করবেন ভাসান বালা, যিনি ২০১২-র ক্রাইম থ্রিলার পেডলার্স-এর লেখক-পরিচালক। নায়িকার ভূমিকায় মেরি আশিকি তুম সে হি- সিরিয়াল খ্যাত রাধিকা মদন। তামিল অভিনেতা বিজয় সেতুপতিকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।





এই ছবির জন্য অভিমন্যু ও রাধিকা দুজনেই এক বছর ধরে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে চলছেন। ছবিটিতে নাকি দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্য রয়েছে।