Bhaidooj: ভাইফোঁটার দিন ছোটবেলার ছবি শেয়ার করে নস্ট্যালজিক এই অভিনেতা, চিনতে পারছেন?

Bhaidooj in Tollywood: 'যতদিন না বড় হয়েছি, যতদিন না সব ভাইবোনেরা কর্মসূত্রে পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, ততদিন পর্যন্ত আমার কাছে দিনটা খুব বিশেষই ছিল'

Continues below advertisement

কলকাতা: নতুন ছবির কারণে কলকাতা থেকে অনেক দূরে তিনি। ভূপালে। শ্যুটিং চলছে। ভাইফোঁটা দিনটাতেও সময় কাটছে কস্টিউম পরে। লাইটস.. ক্যামেরা.. অ্যাকশন। এর ফাঁকেও ফেসবুকের একটা পোস্ট পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-কে মনে করিয়ে দিয়ে গেল ছোটবেলার ভাইফোঁটার কথা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আর পুরনো কথা শেয়ার করে নিলেন পরমব্রত।                                                                         

Continues below advertisement

আরও পড়ুন: Ditipriya Roy: পথশিশুদের ভাইফোঁটা, আদরের উপহার, দিতিপ্রিয়া যেন বাস্তবেও' রাসমণি'

সোশ্যাল মিডিয়ায় বোনের সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করে নিয়েছেন পরমব্রত। খুদে অভিনেতাকে চেনাই দায়, পাশে রয়েছে তাঁর বোন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে মনখারাপের ছোঁয়া লাগা পোস্ট শেয়ার করে নিয়ে পরমব্রত লিখছেন..                                                                                                                                   

'ছোটবেলা থেকেই ভাইফোঁটা দিনটা আমার কাছে ভীষণ বিশেষ। যতদিন না বড় হয়েছি, যতদিন না সব ভাইবোনেরা কর্মসূত্রে পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, ততদিন পর্যন্ত আমার কাছে দিনটা খুব বিশেষই ছিল। আর এখন, ভাইফোঁটার শুভেচ্ছাবার্তা আসে হোয়াটসঅ্যাপে। উপায় নেই।                                                                         

আর এখন.. আমি যখন অনেক দূরে, ভোপালে শ্যুটিং করছি, তখন আমার এক বোন ফেসবুকে এই ছবি আর লেখাটি পোস্ট করেছে। বড় হলেও আমার খুব কাছের সেই বোন। তাই সেই পোস্ট হুবহু ইনস্টাগ্রামে শেয়ার করে দিলাম।'

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola