মুম্বই: করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় ছবির কাজ শেষ হয়ে গেলেও মুক্তি আটকে ছিল বলিউডের বেশ কয়েকটি ছবির। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই একে একে ছবিগুলির মুক্তির দিন ঘোষণা করেন পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীরা। আগামী ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র মুক্তির দিন ঘোষণা করেছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট এবং পরিচালক সঞ্জয়লীলা বনশালী। জানা গিয়েছিল, আগামী বছর ৬ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। কিন্তু একইদিনে মুক্তি পেতে চলেছে আর এক বিগ বাজেট ছবি 'ট্রিপল আর'। পরিচালক রাজামৌলির ছবির সঙ্গে একইদিনে মুক্তি পেতে চলেছে সঞ্জয়লীলা বনশালীর ছবি। এমন অবস্থায় 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র (Gangubai Kathiawadi) মুক্তির দিন পিছিয়ে দিলেন সঞ্জয়লীলা বনশালী।


দীর্ঘদিন সিনেমাহল বন্ধ থাকায় ইতিমধ্যেই ছবির ব্যবসায় বেশ প্রভাব পড়েছে। দীপাবলিতে মুক্তি পাওয়া 'সূর্যবংশী' যদিও কিছুটা আশার আলো দেখাতে পেরেছে। করোনা সংক্রমণের আশঙ্কার মধ্যেই সিনেমাহলে মুক্তি পায় 'সূর্যবংশী'। আর মুক্তি পাওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায় পরিচালক রোহিত শেট্টির মাল্টিস্টারার ছবি। তাই এই সময়ে ছবির ব্যবসায় যাতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, তাই যে ছবিগুলির মুক্তির দিন একসঙ্গে পড়েছে, কোনও না কোনও ছবির নির্মাতারা নিজেদের ছবির মুক্তির দিন সামান্য এগিয়ে বা পিছিয়ে দিচ্ছেন। সেই একই ঘটনা দেখা গেল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং 'ট্রিপল আর' ছবির মধ্যেও। দুটি ছবির মুক্তির দিন এক হয়ে যাওয়ায় নিজের ছবি মুক্তির দিন পিছুয়ে দিলেন সঞ্জয়লীলা বনশালী। আর পরিচালকের এমন সিদ্ধান্তে খুশি হয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন 'ট্রিপল আর' পরিচালক রাজামৌলি।


আরও পড়ুন - Rajkummar Patralekhaa Wedding: রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ের নিমন্ত্রণের কার্ডটা দেখেছেন তো?


আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৬ জানুয়ারি ২০২২-এ মুক্তি পাওয়ার কথা থাকলেও, জানা গিয়েছে সেটি মুক্তি পাবে ১৮ ফেব্রুয়ারি। পরিচালক সঞ্জয়লীলা বনশালীর এমন সিদ্ধান্তে খুশি হয়ে পরিচালক রাজামৌলী নিজের টুইটার হ্যান্ডলে এদিন লেখেন, 'মাননীয় সঞ্জয়লীলা বনশালী এবং মাননীয় জয়ন্তীলাল গাড়া তাঁদের ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা যথার্থই প্রশংসনীয়। গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির প্রতি আমাদের শুভেচ্ছা রইল।'


প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি মুক্ত পাবে 'ট্রিপল আর'। উল্লেখ্য, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং 'ট্রিপল আর' দুটি ছবিতেই অভিনয় করেছেন আলিয়া ভট্ট।