মুম্বই: ছোট পর্দার জনপ্রিয় তারকা ভারতী সিংহ (Bharti Singh)। কমেডি কুইন নামে তাঁকে ডাকেন অনুরাগীরা। তাঁর কমেডি পছন্দ ছোট থেকে বড় সকলের। মজার মজার কাণ্ড কারখানা করে অনুষ্ঠান জমিয়ে রাখতে ভারতী সিংহের জুড়ি মেলা ভার। তবে, এবার ভারতী সিংহ ক্ষমা চেয়ে নিলেন। দাড়ি-গোঁফ সংক্রান্ত বিষয় নিয়ে তাঁর একটি পুরনো মন্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর তারপরই অনিচ্ছাকৃত ভুলের কারণে ক্ষমা চেয়ে নেন তিনি।
ভারতী সিংহের বিতর্কিত মন্তব্য-
সম্প্রতি নেট দুনিয়ায় ভারতী সিংহের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে অভিনেত্রী জ্যাসমিন ভাসিনের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে। সেখানেই দাড়ি-গোঁফ নিয়ে মজা করতে থাকেন ভারতী। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, যাঁদের বড় দাড়ি গোঁফ রয়েছে, তাঁরা যদি দাড়ির সঙ্গে দুধ খান, তাহলে সেমুইয়ের স্বাদ আসে। আর বড় দাড়ি গোঁফে উকুন হওয়ারও সম্ভাবনা থাকে। ভারতী সিংহের করা এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যাতে বহু নেট নাগরিক তাঁকে তিরষ্কার করেছেন। সঙ্গে জানিয়েছেন যে আমাদের শিখ ভাইরা তাঁদের দাড়ি এবং গোঁফ নিয়ে গর্ব করেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই ক্ষমা চেয়ে নেন ভারতী সিংহ।
আরও পড়ুন - Sidharth Malhotra: অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আহত সিদ্ধার্থ মলহোত্র
ক্ষমা চাইলেন ভারতী সিংহ-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কমেডি কুইন ভারতী সিংহ একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে তাঁকে ক্ষমা চাইতে শোনা যাচ্ছে। ভিডিওতে পঞ্জাবিতে ভারতী বলছেন, 'গত দুদিনে আমি অনেকর কাছ থেকে আমার ভিডিও মেসেজ হিসেবে পেয়েছি। আমি বহুবার সেই ভিডিওটা দেখলাম। সবাইকে বলতে চাই, আমি ওই ভিডিওতে কোনও নির্দিষ্ট কোনও ধর্ম বা সম্প্রদায়কে উদ্দেশ্য করে কিছু বলিনি। আমি কোনও পঞ্জাবি বন্ধুকে আঘাত দিতে চাইনি। আমি আর আমার বন্ধু শুধুমাত্র মজা করছিলাম। আমার মন্তব্যে এবং অভিব্যক্তিতে যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, আঘাত দিয়ে থাকি, তাহলে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অনিচ্ছাকৃত আঘাত দেওয়ার মন্তব্যের জন্য আমি ক্ষমাপ্রার্থী। অমৃতসর, পঞ্জাব আমারও শহর। এখানেই আমি বড় হয়েছি। একজন পঞ্জাবি হিসেবে আমি আমার ঐতিহ্য নিয়ে গর্ববোধ করি।' ভিডিও পোস্ট করে ভারতী লিখেছেন, 'আমি কমেডি করি লোককে মজা দেয়ার জন্য। দঃখ দেওয়ার জন্য নয়। যদি আমার কোনও মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা করে দেবেন বোন মনে করে।'