মুম্বই: গতকাল লখনউ সুপারজায়ান্টসের (Lucknow Supergiants) বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস। আর এর সঙ্গেই সঙ্গেই টুর্নামেন্টের প্লে অফে লড়াইও আরও জমে গেল। মুম্বই ও চেন্নাই ছিটকে গিয়েছে প্লে অফের লড়াই থেকে। গুজরাত টাইটান্স (Gujrat Titans) প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গিয়েছে আগেই। বাকি সাত দলের লড়াই চলছে প্লে অফে ওঠার। সেই লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ঠিক কোন জায়গায় রয়েছে? কতটা সুযোগ রয়েছে বিরাট-ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এক নজরে দেখে নেওয়া যাক -


কলকাতা নাইট রাইডার্স


শ্রেয়স আইয়ারের দলের জন্যও এখনও আইপিএলের প্লে অফে খেলার সুযোগ থাকতে পারে। কিন্তু যদিও অন্য দলের ওপরও তা নির্ভর করছে। প্রথমত কেকেআরকে তাদের শেষ ম্যাচে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে হবে। দ্বিতীয়ত গুজরাতের বিরুদ্ধে আরসিবিকে হারতেই হবে। সেক্ষেত্রে ফাফ ডু প্লেসির দল ১৪ পয়েন্টেই আটকে থাকবে। নেট রান রেটে কলকাতা আরসিবিকে টেক্কা দিয়ে দেবে। সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে জায়গা করে নেবে রাজস্থান, যদি তারা তাদের শেষ ম্যাচে জিতে লিগ পর্যায় শেষ করে। 


আরসিবি কীভাবে প্লে অফে পৌঁছতে পারে?


ফাফ ডু প্লেসির দলের জন্য প্লে অফের ইক্যুয়েশন আরও কঠিন। ঝুলিতে ১৪ পয়েন্ট থাকলেও, তাদের নেট রান রেট খুবই খারাপ। শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতেই হবে। গুজরাতের বিরুদ্ধে মোট ৮০ বা তার বেশি রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিতে হবে আরসিবিকে। তবেই ১৬ পয়েন্ট ও রান রেটের দিক থেকেও অনেকটা সুবিধে হবে আরসিবির।


বাকি ৫ দল কীভাবে প্লে অফে পৌঁছতে পারে


লখনউ তাদের শেষ ম্যাচে জিতলে ১৮ পয়েন্ট হবে। না জিতলে ১৬ পয়েন্ট হবে। সেক্ষেত্রে আজকের দিল্লি ও পাঞ্জাবের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। ২ টো দলেরই এখনও পর্যন্ত ২টো করে ম্যাচ বাকি। ২ দলই ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। তারাও ১৬ পয়েন্টে পৌঁছতে পারে যদি শেষ ২টো করে ম্যাচ তারা জিতে যায়। এক্ষেত্রে রান রেটও একটা বড় ইস্যু হতে চলেছে। দৌড়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। তবে তাদের সম্ভাবনা ভীষণ ক্ষীণ।