কলকাতা: দ্বিতীয় সন্তানের আগমনের জন্য দিন গুনছেন কমেডিয়ান ভারতী সিংহ (Bharti Singh)। সোশ্যাল মিডিয়ায় ভারতী আর তাঁর স্বামী হর্ষ লিমবাচিয়া সোশ্যাল মিডিয়ায় এসে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্য়া, প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীকে দ্বিতীয়বার মা হওয়ার জন্য। তবে আপাতত, শরীর ভাল নেই ভারতী সিংহের। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভ্লগ করেন ভারতী, আর সেখানেই তিনি জানিয়েছেন, শরীর ভাল নেই ভারতীর।

Continues below advertisement

গর্ভাবস্থার সময়, শরীরে অন্যান্য সমস্যা তৈরি হলে তা শিশুর ওপর প্রভাব ফেলতে পারে। আর সেই কারণেই চিন্তায় ভারতী, কারণ সদ্যই তিনি জানতে পেরেছেন, তাঁর সুগার লেভেল যথেষ্ট বেশি। নিয়মিত নিজের শরীরের খেয়াল রাখেন ভারতী, শরীরের সমস্ত প্যারামিটার নিয়মিতভাবে পরীক্ষা করেন তিনি। আর সদ্যই তিনি সুগার পরীক্ষা করে দেখেছেন যে, তাঁর সুগার লেভেল যথেষ্ট বেশি। সেই কারণেই ভারতী বেশ চিন্তিত।

ভারতী তাঁর ভ্লগে বলেছেন, 'আমাকে সকলে একটু সাহস দিন! আজ সকালে খালি পেটে আমি আমার সুগার পরীক্ষা করেছি, আর সেটার মাত্রা অনেক বেশি। আমি মিষ্টিও খাচ্ছি না। সকালে ব্রেকফাস্টে এক কাপ চা খাই। তাও আবার পঞ্জাবের চিনি দিয়ে, ব্রাউন সুগার, তাও আধ চামচ। সারাদিন আর চা খাই না। আমার খুব রাগ হচ্ছে যে এত কিছু নিয়ম মানার পরেও কেন সুগার বাড়ছে।' পাশাপাশি ভারতী আরও বলেন, 'হর্ষও দুবাই গিয়েছে, ওর কিছু কাজ ছিল, তাই তাড়াতাড়ি যেতে হয়েছে। ভারতী বলছেন, 'আমি আমার ডায়েটের খুব খেয়াল রাখি। শুধু বাজরা আর রুটি খেয়ে আছি। ভাত এবং অন্যান্য কার্বোহাইড্রেট একদম বন্ধ করে দিয়েছি। আমি বুঝতে পারছি না, কেন আমার সুগার লেভেল এত বেড়ে গেল। আমি খুব চিন্তিত, কারণ আমি বুঝতে পারছি না। আমি শুধু এটাই চাই যে, এর কোনও প্রভাব আমার সন্তানের উপর যেন না পড়ে।

Continues below advertisement

ভারতী আরও বলেন, 'কয়েকদিন আগে আমি সোনোগ্রাফি করিয়েছিলাম। সেই সময়েই আমার সুগার লেভেল বেশি ছিল। চিকিৎসকেরা তাকে নিশ্চিন্ত করলেও, ভারতী খুব চিন্তিত। চিকিৎসক বলেছিলেন যে, সুগার লেভেল সন্তানের জন্য ভাল না। চিকিৎসক আমায় বকাবকি করেছিলেন। এরপরে আমি 'লাফটার শেফ' শুরু করি। আর আজ আমি সুগার লেভেল পরীক্ষা করতে গিয়ে দেখি, সেটা অনেক বেশি। গোটা বিষয়টা নিয়ে আমি ভীষণ চিন্তায় রয়েছি।'