হায়দরাবাদ : দাউ দাউ আগুন। ছড়িয়ে পড়ল মুহূর্তে। রবিবার বিকেলে এনটিআর স্টেডিয়ামে একটি বৈদ্যুতিক গাড়িতে আগুন লাগে। গাড়িতে ডিজেল বা পেট্রোলের মতো দাহ্য পদার্থ থাকায় , দ্রুত একটার পর একটা গাড়িতে ছড়িয়ে যায়। পাশাপাশি পার্ক করা গাড়িতেও ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবারের বিকেল। গাড়ি থেকে আগুন বের হতে দেখেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। দিল্লি বিস্ফোরণের স্মৃতি এখনও টাটকা মানুষের মনে। তাই হইচই পড়ে যায়। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে।
এক দমকল আধিকারিকের মতে, রবিবার বিকেলে একটি পার্ক করা একটি বৈদ্যুতিক গাড়ি থেকে আগুন লেগে যায়। এর পর পাশের একটি সুইফট গাড়িতে ছড়িয়ে পড়ে। মুশিরাবাদ, গান্ধী হাসপাতাল এবং রোবোটিক থেকে তিনটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর, আগুনে বৈদ্যুতিক এমজি গাড়িটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য গাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি, এবং আগুন লাগার সন্দেহজনক। কারণ গাড়িটি অতিরিক্ত গরম ছিল বলে মনে করা হচ্ছে ।
গত ১০ নভেম্বর, হরিয়ানা থেকে দিল্লি! সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে সোজা লালকেল্লার পার্কিং লট ! বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঠিক এভাবেই ঘুরে বেরিয়ছিল সাদা i20 । সন্ধে ঠিক সাতটা নাগাদ সেই গাড়িটির বিস্ফোরণ ঘটে। প্রাণ যায় বহু। আহত হন বহু মানুষ। দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর থেকেই সারাদেশে চলছে তল্লাশি। নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এরই মধ্যে হায়দরাবাদের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।