নয়াদিল্লি: রবিবার বারাণসীর হোটেলের (Varanasi Hotel Room) ঘরে ফ্যান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ভোজপুরি অভিনেত্রী (Bhojpuri Actress) আকাঙ্ক্ষা দুবের (Akanksha Dubey)। শোনা যাচ্ছিল অভিনেত্রী আত্মঘাতী হয়েছেন। এবার নতুন মোড় নিল সেই বিতর্ক। ভোজপুরি গায়ক সমর সিংহ (Samar Singh) ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এফআইআর দায়ের করা হয়েছে।
আকাঙ্ক্ষা মৃত্যু মামলায় ভোজপুরি গায়ক ভ্রাতৃদ্বয়ের বিরুদ্ধে FIR
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রয়াত অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মা মধু দুবে ভোজপুরি সঙ্গীতশিল্পী সমর সিংহ ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে FIR দায়ের করেছেন। সারনাথ পুলিশ স্টেশনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জ্ঞান প্রকাশ রাই রবিবার মিডিয়াকে জানান অভিনেত্রীর দেহ উদ্ধারের সময় ওই ঘরে থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। এবং পরিস্থিতি বিচার করে মনে করা হয়েছে যে এটা আত্মহত্যার ঘটনা।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের ভাদোহি জেলার বাসিন্দা আকাঙ্ক্ষা দুবে বারাণসীতে গিয়েছিলেন একটি ছবির শ্যুটিং সারতে এবং একটি হোটেলে থাকছিলেন। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে অনেক বেলা পর্যন্ত যখন অভিনেত্রী ঘর থেকে বের হননি, তখন তাঁর সহকর্মীদের জোরাজুরিতেই হোটেলের কর্মচারী মাস্টার চাবি দিয়ে ঘর খোলেন।
রবিবারই অভিনেত্রীর মিউজিক ভিডিও 'ইয়ে আরা কভি হারা নহি' (Ye Aara Kabhi Hara Nahi) মুক্তি পাওয়ার কথা ছিল। আর সেদিনই এই দুর্ভাগ্যজনক খবর প্রকাশ্যে আসে। সম্প্রতি অভিনেত্রী শিরোনামে আসেন ভ্যালেন্টাইন্স ডে-র দিন তাঁর প্রেমের কথা প্রকাশ্যে এনে। সহ অভিনেতা সমর সিংহের সঙ্গে ছবির পোস্ট করে তিনি লেখেন 'হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে'। এবার অভিযোগের তির সেই সমর সিংহের দিকেই।
আরও পড়ুন: Kangana Ranaut: 'কর্ণ জোহরের জন্যই প্রিয়ঙ্কাকে ভারত ছাড়তে হয়েছিল', বিস্ফোরক মন্তব্য় কঙ্গনার
উত্তর প্রদেশের মির্জাপুরে ১৯৯৭ সালের ২১ অক্টোবর জন্মগ্রহণ করেন আকাঙ্ক্ষা। ছোট থেকেই তাঁর নাচ ও অভিনয়ের শখ ছিল। ছোট ছোট নাচের ও অভিনয়ের ভিডিও তৈরি করে তিনি টিকটক ও ইনস্টাগ্রামে পোস্ট করতে শুরু করেন তিনি। এরপর পরিবারের সঙ্গে তিনি মুম্বইয়ে চলে আসেন। সেখানে আকাঙ্ক্ষা নিজের অভিনয় সফর এগিয়ে নিয়ে যেতে চান যদিও তাঁর বাবা-মা চেয়েছিলেন মেয়ে 'আইপিএস' অফিসার হোক। 'মেরি জং মেরা ফয়সলা' ছবির হাত ধরে আত্মপ্রকাশ করার পর অজস্র ছবিতে কাজ করেছেন তিনি। 'কসম পয়দা করনে কি ২', 'বীরোঁ কে বীর', 'ফাইটার কিং' ও 'মুঝসে শাদি করোগি' (ভোজপুরি) ছবিতে কাজ করেছেন তিনি।