কলকাতা: কেন বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিতে হয়েছিল পিগি চপসকে? কঙ্গনার মন্তব্য়ে উঠে এল বিতর্কিত তথ্য়। সম্প্রতি বলিউড কুইন তাঁর ট্য়ুইটারে লেখেন,'প্রিয়ঙ্কার বিরুদ্ধে দল বানিয়েছিল বলিউডের একাংশ, এঁদের মধ্য়ে অন্য়তম পরিচালক কর্ণ জোহর। প্রিয়ঙ্কাকে একজন স্বপ্রতিষ্ঠিত মহিলাকে এই মানুষগুলো বলিউড ছাড়তে বাধ্য় করেছিল।'


কঙ্গনা এখানে কর্ণ জোহর ও শাহরুখের প্রসঙ্গও তুলেছেন। জানিয়েছেন, কর্ণ এবং শাহরুখ বন্ধুত্বের কথা সবসমই তুলে ধরা হয়, কিন্তু এঁদের সঙ্গে মিলে মুভি মাফিয়ারা দুর্বল বহিরাগতদের কোণঠাসা করে দেয়, এবং প্রিয়ঙ্কাকে ক্রমাগত হয়রানি করা হচ্ছিল। আর এই কারণেই ভারত ছাড়তে বাধ্য় হন তিনি।'


কর্ণ জোহরকে উদ্দেশ্য় করে কঙ্গনা জানান,'এই ঘৃণ্য, ঈর্ষান্বিত,এবং বিষাক্ত ব্যক্তিকে ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতি এবং পরিবেশ নষ্ট করার জন্য দায়ী করা উচিত। তার গ্যাং এবং মাফিয়া পিআরকে বহিরাগতদের হয়রানির জন্য দায়ী করা উচিত। '


প্রসঙ্গত, বলিউডে সেইভাবে কাজ না করলেও হলিউডে জমিয়ে কাজ করছেন পিগি চপস। সম্প্রতি বলিউডে গায়ের রঙ নিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।  প্রিয়ঙ্কা জানিয়েছেন, বলিউডে নাকি তাঁকে 'কালো বেড়াল' বলা হত। তথাকথিত ফর্সা নন তিনি, তাই বলিউডে তাঁকে ‘ব্ল্যাক ক্যাট’ বলে সম্বোধন করা হত। অভিনেত্রীর মতে, আমাদের ঔপনিবেশিক অতীতের ধারণা থেকেই এই মনোভাব তৈরি হয়েছে। ১০০ বছর ধরে ব্রিটিশরা এমনটা বলে গিয়েছেন। আমরা এখনও সেই মানসিকতাই বয়ে নিয়ে চলেছি। অভিনেত্রী মনে করেন, তিনি যথেষ্ট সুন্দরী নন। আর তাই, কাজের ক্ষেত্রে আরও বেশি খাটতে হয়েছে বলে প্রিয়ঙ্কার দাবি। যদিও তাঁর ভাবনায়, তাঁর যে সব সহকর্মীর ত্বক উজ্জ্বল, তাঁদের থেকে তিনি সম্ভবত কিছুটা বেশি প্রতিভার অধিকারী।     


ত্বকের রঙ নিয়ে হেনস্থা হওয়ার জন্য এর আগেও মুখ খুলেছেন ধনুশ ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁদের গায়ের রঙের জন্যই তাঁদের প্রথম প্রথম তথাকথিত নায়কের চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে অসুবিধা হত। প্রিয়ঙ্কা ভাল গান করলেও গানকে নিজের কেরিয়ার হিসেবে গ্রহণ করেননি প্রিয়ঙ্কা। তিনি বলেন, 'গানবাজনার সঙ্গে যুক্ত লোকেদের বিভিন্ন জায়গায় যেতে হয়। আমার এত সময় নেই তাই গানের সঙ্গে যুক্ত থাকা হল না।'