মুম্বই: আত্মহত্যা করলেন ভোজপুরী অভিনেত্রী অনুপমা পাঠক। মুম্বইয়ে অনুপমার বাড়ি থেকে উদ্ধার করা হল তাঁর ঝুলন্ত দেহ। জানা গেছে, গত ২ অগাস্ট মুম্বইয়ের দহিসর এলাকায় আত্মহত্যা করেন ৪০ বছরের অভিনেত্রী। এই চরম পদক্ষেপ গ্রহণের আগে ফেসবুকে ১০ মিনিট লাইভ ছিলেন অভিনেত্রী। ভিডিওতে তিনি তাঁর যন্ত্রণার কথা জানিয়ে কারুর ওপর ভরসা না করতে বলেন।
অনুপমা হিন্দিতে বলেন, 'আপনি যদি কাউকে বলেন যে, কিছু সমস্যায় রয়েছি এবং আত্মহত্যাপ্রবণতা দেখা দিয়েছে, ওই ব্যক্তি আপনার যত ঘনিষ্ঠ বন্ধুই হোন না কেন, সঙ্গে সঙ্গে আপনার সমস্যাগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন, যাতে পরে কোনও ঝামেলায় না পড়ে যান। সেইসঙ্গে লোকজন আপনাকে নিয়ে রসিকতা করবে এবং অন্যদের সামনে আপনাকে অপমান করবে। তাই নিজের সমস্যার কথা অন্যকে কখনও জানাবেন না। কাউকে বন্ধু মনে করবেন না। সবার আস্থা অর্জনের মতো হয়ে উঠুন, কিন্তু কাউকে ভরসা করবেন না। জীবন থেকে আমি এটা শিখেছি। লোকজন খুবই স্বার্থপর, অন্যদের কথা ভাবেন না'।
অনুপমার বাড়ি থেকে মিলিছে একটি সুইসাইড নোটও। এতে আর্থিক সমস্যাকে তাঁর এই চরম পদক্ষেপের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। সুইসাইড নোটে মণীষ ঝা নামে এক ব্যক্তিরও উল্লেখ করেছেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, ওই ব্যক্তি গত মে মাসে তাঁর টুই হুইলার নিয়েছিলেন। কিন্তু পরে তা ফিরিয়ে দিতে অস্বীকার করেন।
রাত ১২ টায় নিজের শেষ ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'বাই বাই অ্যান্ড গুড নাইট'।
'কাউকে ভরসা করতে নেই', ফেসবুকে ১০ মিনিটের লাইভ ভিডিওর পর আত্মহত্যা ভোজপুরী অভিনেত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Aug 2020 12:46 PM (IST)
আত্মহত্যা করলেন ভোজপুরী অভিনেত্রী অনুপমা পাঠক। মুম্বইয়ে অনুপমার বাড়ি থেকে উদ্ধার করা হল তাঁর ঝুলন্ত দেহ। জানা গেছে, গত ২ অগাস্ট মুম্বইয়ের দহিসর এলাকায় আত্মহত্যা করেন ৪০ বছরের অভিনেত্রী।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -