মুম্বই : কেরিয়ারে এই মুহূর্তে জনপ্রিয়তায় মধ্য গগনে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। একের পর একা 'ধামাকা'দার ঘোষণা করেই চলেছেন। কখনও 'ক্যাপ্টেন ইন্ডিয়া', কখনও 'ভুলভুলাইয়া টু' আবার কখনও নতুন ছবি 'ধামাকা'। কার্তিক আরিয়ানের আগামী ছবি 'ভুলভুলাইয়া টু'-র (Bhool Bhoolaiya 2) মুক্তি দিন ঘোষণার পর পরই মুক্তি পেলো এই ছবির মোশন পোস্টার। যা দেখে আক্ষরিক অর্থে বোঝা যাচ্ছে যে ছবিটিতে হরর-কমেডির মিশেল রয়েছে।


আরও পড়ুন - Kartik Aaryan Update: 'ধামাকা' ছবির জন্য ধামাকাদার প্রোমো নিয়ে হাজির কার্তিক আরিয়ান


অক্ষয় কুমার, বিদ্যা বালান, অমিশা প্যাটেল, পরেশ রাওয়াল, সাইনি আহুজা অভিনীত 'ভুলভুলাইয়া' ছবির রেশ এখনও রয়ে গিয়েছে দর্শকদের মনে। এবার নতুনভাবে আসতে চলেছে 'ভুলভুলাইয়া টু'। তবে অভিনেতা অভিনেত্রীদের তালিকায় বেশ কিছু রদবদল এসেছে। বদল এসেছে পরিচালনাতেও। 'ভুলভুলাইয়া' ছবিটি পরিচালনা করেছিলেন জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। আর 'ভুলভুলাইয়া টু' পরিচালনা করছেন পরিচালক অনীশ বাজমি। এই ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও অভিনয় করেছেন কিয়ারা আডবাণী, তব্বু, রাজপাল যাদব এবং আরও অনেক অভিনেতারা। জানা গিয়েছে, আগামী বছর ২৫ মার্চ সিনেমাহলে মুক্তি পাবে ছবিটি।



আরও পড়ুন - Pathan Song Shooting: বলিউডে প্রথমবার, জানেন কোথায় 'পাঠান' ছবির গানের শ্যুটিং করবেন শাহরুখ-দীপিকা?


প্রসঙ্গত, চলতি মাসেই কার্তিক আরিয়ান 'ভুলভুলাইয়া টু' ছবির ক্লাইম্যাক্সের শ্যুটিং করার সময় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। লিখেছিলেন, 'অন্যতম চ্যালেঞ্জিং দৃশ্যে অভিনয় করছি'। এই মুহূর্তে 'ফ্রেডি' ছবির শ্যুটিংয়ের কাজ করছেন অভিনেতা। পাশাপাশি সদ্য তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি 'ধামাকা'-র প্রোমো পোস্ট করেছেন। যেখানে তাঁকে একজন টেলিভিশন অ্যাঙ্করের ভূমিকায় দেখা যেতে চলেছে। 'ধামাকা' ছবির প্রোমো পোস্ট করে কার্তিক আরিয়ান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন যে, 'ট্রেলার এখনও বাকি রয়েছে'। অর্থাত, তিনি এর মাধ্যমেই তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে, ট্রেলার এবং আসল ছবিটাতে আরও 'ধামাকা' আসতে চলেছে। জানা গিয়েছে ছবিটি সিনেমাহলে নয়, মুক্তি পাবে নেটফ্লিক্সে।