সন্দীপ সরকার, কলকাতা: করোনার মধ্যেই কলকাতায় আবার চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি আতঙ্ক। কলকাতা পুরসভা সূত্রে খবর, সাত নম্বর বরোর ৯টি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে, তিন বছর বন্ধ থাকার পর চলতি বছর থেকে আবার ডেঙ্গি সংক্রান্ত তথ্য কেন্দ্রকে পাঠাতে শুরু করেছে রাজ্য।
দৈনিক করোনা সংক্রমণের নিরিখে প্রায়ই শীর্ষে থাকছে কলকাতা। তার মধ্যেই বৃষ্টির হাত ধরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গির বিপদ। কলকাতা পুরসভার উদ্বেগ বাড়িয়েছে সাত নম্বর বরো।
পুরসভা সূত্রে খবর, ৭ নম্বর বরোর ৯টি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। পার্ক সার্কাস, তিলজলা, তপসিয়া, পিকনিক গার্ডেন --- মূলত এই সব অঞ্চল থেকে গত এক মাসে বড় সংখ্যক ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে।
দক্ষিণ কলকাতার পাম অ্যাভেনিউর ৬৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৮ বছরের এক শিশু। একদিন ছাড়া ছাড়া তার জ্বর আসছিল। এখন ডেঙ্গি নিয়ে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি সে।
তিলজলা রোডের বাসিন্দা ১০ বছরের এক বালক মঙ্গলবার থেকে জ্বরে আক্রান্ত। বুধবার ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। সেও হাসপাতালে ভর্তি।
এই পরিস্থিতিতে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসক জয়দেব রায় বলেন, ডেঙ্গি আক্রান্তের প্রচুর কেস আসছে। জ্বর চলে গেলে আসল ভয়। ডেঙ্গির জ্বর ৫-৭ দিন থাকে। জ্বর চলে গেলে ডেঙ্গি শকড সিনড্রোমগুলো দেখা দেয়। ওই সময়টাই চিন্তার।
ডেঙ্গির বাড়বাড়ন্তের মধ্যেই নজরে এসেছে একটি বিষয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে, পতঙ্গবাহিত রোগ বিষয়ক বিভাগে, ডেঙ্গি সংক্রান্ত তথ্য দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
ওয়েবসাইটে উল্লেখ করা তথ্য অনুযায়ী, চলতি বছর জুলাই মাস পর্যন্ত এ রাজ্যে ২২৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। একজনেরও মৃত্যু হয়নি।
এর আগে গত ৩ বছর পশ্চিমবঙ্গ সরকারের তরফে কেন্দ্রকে ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য পাঠানো হয়নি বলে অভিযোগ ওঠে। যার জেরে রাজ্যের স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ কয়েক কোটি টাকা আটকে দেয় কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: শহরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, সতর্ক হওয়ার বার্তা বিশেষজ্ঞদের
আরও পড়ুন: ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ, ৮ পুরসভাকে সতর্ক করল স্বাস্থ্য দফতর
আরও পড়ুন: করোনা কাঁটার মধ্যেই কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, কী পদক্ষেপ করছে পুরসভা ?