নয়াদিল্লি: ভোপালের (Bhopal) এক আদালত চেক বাউন্সের মামলায় (cheque bounce case) আমিশা পটেলের (Ameesha Patel) বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা (bailable warrant) জারি করেছে। সোমবার ভোপালের জেলা ও দায়রা আদালত, অভিনেত্রীর বিরুদ্ধে ৩২.২৫ লক্ষ টাকার (Rs 32.25 lakh) চেক বাউন্সের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেড (UTF Telefilms Private Limited) নামক এক সংস্থার তরফে মামলা করা হয় ও পরবর্তী শুনানি, ৪ ডিসেম্বরে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে আমিশাকে।
এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আইনজীবী রবি পন্থ (advocate Ravi Panth) জানান, যে ওই সংস্থার অভিযোগ তাদের থেকে আমিশা পটেল ও তাঁর সংস্থা ৩২.২৫ লক্ষ টাকা ধার করেন ছবি তৈরির জন্য। এই সমঝোতায় অভিনেত্রী অভিযোগকারী সংস্থাকে দুটি চেক দেন। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে দুটি চেকই বাউন্স করেছে, অর্থাৎ অচল।
আরও পড়ুন: Kangana Ranaut: কঙ্গনাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, FIR দায়ের করলেন অভিনেত্রী
ওই প্রতিবেদনে আরও জানানো হয় যে ইন্দোরের (Indore) বাসিন্দা নিশা ছিপ্পার (Nisha Chhipa) থেকে ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেত্রী আমিশা পটেল। কারণ একই, ছবি প্রযোজনার জন্য। এর বদলে ২৪ এপ্রিল, ২০১৯ সালে নিশাকে একটি চেক দেন অভিনেত্রী। কিন্তু অভিযোগ ইন্দোরের এক ব্যাঙ্কে ওই চেক দেখালে টাকা দিতে অস্বীকার করা হয় ব্যাঙ্ক থেকে।
চেক বাউন্সের মামলায় আমিশা এই প্রথমবার আইনি সমস্যায় পড়লেন না। এর আগে ২০১৯ সালে, রাঁচি এক আদালত চেক বাউন্স এবং প্রতারণার মামলায় আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
অন্যদিকে, কাজের ক্ষেত্রে, আমিশা পটেলকে এরপর থ্রিলার ঘরানার ছবি 'মিস্ট্রি অফ ট্যাটু' (Mystery of Tattoo) নামক ছবিতে দেখা যাবে, অর্জুন রামপাল ও ডেইজি শাহের (Arjun Rampal and Daisy Shah) সঙ্গে।