করাচি: ভারত-নিউজিল্যান্ড কানপুর টেস্ট নিয়ে মুখ খুললেন ইনজামাম উল হক। পঞ্চম দিনে যখন ম্যাচ ড্র হল তখন ভারতের দরকার ছিল আর মাত্র ১টি উইকেট। কিন্তু খারাপ আলোর জন্য় ম্যাচের যবনিকা টানতে বাধ্য হন অনফিল্ড আম্পায়াররা। তবে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক মনে করেন, শেষ দিনে মাত্র ২ সেশনেই খেলা শেষ করা উচিত ছিল ভারতের। নিজের ইউটিউব চ্যানেলে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট নিয়ে কথা বলতে গিয়ে ইনজামাম বলেন, ''আমি জানি না নিউজিল্যান্ড দলকে কৃতিত্ব দেওয়া ঠিক হবে কি না। আবার ভারতীয় দলও আনলাকি এটাও বলা যাবে কি না। চতুর্থ দিন পর্যন্ত নিশ্চিত ছিল যে নিউজিল্যান্ড এই ম্যাচ জিততে পারবে না। কারণ ২৮৪ রান তাড়া করে জয় কোনওভাবেই এই কিউয়ি ব্যাটিং লাইন আপের পক্ষে সম্ভব নয়। নিউজিল্যান্ড ব্যাটারদের প্রশংসা করতেই হবে, কারণ ওরা পুরো দিনটা ক্রিজে কাটিয়ে দিতে পেরেছে। বল যেভাবে ঘুরছিল, আমি ভেবেছিলাম রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলের মধ্যে কেউ একজন ভয়ঙ্কর হয়ে উঠবেন।'' তিনি আরও বলেন, ''আমি মনে করি শেষ দিনে মাত্র ২ সেশনেই খেলা উচিত ছিল।''
সোমবারই আইসিসি থেকে তালিকা প্রকাশ করে জানিয়েছে যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দুইয়ে রয়েছে ভারত। তিনে পাকিস্তান। পরের তিনটি দল হল যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
আজাজ পটেল (Ajaz Patel) ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। এই দুই নাম হয়তো অনেকদিন ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কানপুরের গ্রিন পার্কে পঞ্চম দিনের ধুলো ওড়া পিচে শেষ উইকেটে দুরন্ত লড়াই করে নিশ্চিত পরাজয় রুখে দিলেন নিউজিল্যান্ডের (Ind vs NZ) দুই টেল এন্ডার। ৫২ বলে অবিচ্ছেদ্য ১০ রানের পার্টনারশিপ গড়লেন। এবং সেটা এমন একটা সময়, যখন আলো পড়ে আসছে। প্রত্যেক ওভারের শেষে লাইটমিটার বার করে আলো মাপছেন আম্পায়াররা। আর ক্ষুধার্ত দেখাচ্ছে ভারতের স্পিন ত্রয়ী আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলকে।
আরও পড়ুন: রেকর্ড সপ্তমবার ব্যালন ডি অর খেতাব জয় মেসির