কলকাতা: এই গল্প কি সত্যিই রূপকথা? তাহলে সমুদ্রের নিচের ঝিকিমিকি আলোর সেই রাজ্য আর সেই গল্পের জলপরীর মুখে রক্ত কেন? একরাশ প্রশ্ন তুলে দিয়ে গেল সদ্য মুক্তি পাওয়া 'ভটভটি'-র (Bhot Bhoti) ট্রেলার। 


গল্পটা কিছুটা এমন। গঙ্গার ধারের জাহাজ বস্তিতে বাস এর তরুণের। নাম ভটভটি। তার কল্পনার রঙে গঙ্গার নিচে সেজে ওঠে এক রূপকথার জগৎ। সেখানে রাজপ্রাসাদ আছে, ঝিকিমিকি আলো আছে, আর আছে জলপরী। সেই স্বপ্নই সত্যি হয়ে যায় যখন ভটভটি দেখা পায় এরিয়েলের। ভটভটির ভূমিকায় দেখা যাবে ঋষভ বসু (Rishav Basu)-কে। আর এরিয়েলের ভূমিকায় দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)-কে। ছবির পরিচালনা করছেন তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)


ছবিতে বিবৃতি আর তথাগত ছাড়াও রয়েছেন দীপঙ্কর দে (Dipankar Dey), মমতা শঙ্কর (Mamata Shankar), রজতাভ দত্ত (Rajatava Dutta) ও অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তথাগত নিজে ও দেবলীনা দত্ত (Debleena Dutt)।


আরও পড়ুন: Sushmita Sen on Social Media: 'বিবাহিত নই, কোনও আংটিও নেই', সোশ্যাল মিডিয়ায় 'ললিত' প্রসঙ্গ ইচ্ছা করেই এড়ালেন সুস্মিতা?


ছবি সম্পর্কে তথাগত বলছেন, 'আমার মনে হয় বাংলা ছবিতে শব্দকে একটু কম গুরুত্ব দেওয়া হয়। ভটভটি চোখ আর কানকে শান্তি দেবে এমন একটা ছবি। এই ছবিটা জল আর আগুনের ওপর বোনা একটা রূপকথার গল্প। রূপকথা মানেই কল্পনা, রূপক। ভটভটির শুরুটাও তেমনই। কিন্তু ছবির শেষে রয়েছে ঘোরতর বাস্তব। ভটভটি আমার তৈরি করা প্রথম ছবি যেটা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।'


ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান।  'জলপরীর গান' নিয়ে পরিচালকের মত, 'গানটির প্রথম লাইন, 'রূপকথার পথচলার নেই কোথায় শেষ জানা।' এই গানের মূল ভাব এই বাক্যে রয়েছে। মূলত একটি ট্রাভেল সং এটি। এই গানে ছবির মূল দুই চরিত্রের একটা সফর লেন্সবন্দি করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের হাবভাব আচরণে চরিত্রদুটির বৈশিষ্ট্যও প্রকাশ পাচ্ছে। এই গানে শুধু দুই মানুষের রোম্যান্স নয়, প্রকৃতির মধ্যে মানুষের অবস্থান দেখানোর চেষ্টা হয়েছে। মরুভূমিতে দুটো ফুল ফুটলে যেমন হয়, তেমনই আমার ইচ্ছে ছিল যে অক্টোবরের প্রখর রোদে দৃশ্যগুলো শ্যুট করার। কিন্তু অদ্ভূতভাবে সেই বছর, ২০১৯ সালে ওই সময়ে বৃষ্টি নামে। তাতে পশ্চিমবঙ্গের গ্রামবাংলার অন্য সৌন্দর্য্য় ক্যামেরায় ধরতে পেরেছি। বর্ষাভেজা গ্রাম বাংলার পথে দুটো মানুষ তাঁদের পথ খুঁজে চলেছে ক্রমাগত, সেটাই এই গানের মূল উপজীব্য।'