ছবিতে অজয়ের নাম হয়েছে বিজয় কর্ণিক। আজ তাঁর ফার্স্ট লুক প্রকাশ করেন স্বয়ং পরিচালক অভিষেক দুধিয়া। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরী হয়েছে এই ছবি। এই বছরেরই ২০ অগাস্ট মুক্তি পাবে ‘ভুজ- প্রাইড অফ ইন্ডিয়া’।
আর ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর অপর ছবি ‘তানাজি:দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’। এর মারাঠি সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন অজয়। ১১ বছর পর এই ছবিতে একসঙ্গে দেখা যাবে অজয় ও কাজল জুটিকে।
পরিচালকের টুইটারে যে ছবিটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে বায়ুসেনার পোশাকে দাঁড়িয়ে রয়েছেন অজয় দেবগণ। পিছনে বায়ুসেনার বিমান, উড়ছে ভারতের তেরঙ্গা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অজয় দেবগণের এই লুক। এখন কেবল ছবি মুক্তির অপেক্ষা ভক্তদের।