কলকাতা: নতুন চর্চা, প্রেমে পড়লেন অভিনেত্রী ভূমি পেডনেকর (Bhumi Pednekar)? সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, রাজনীতিবিদ আদিত্য ঠাকরের (Aaditya Thackeray) সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন তিনি। সেখানেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন তাঁরা। তবে সত্যিই কী প্রেমে পড়েছেন তিনি? এ নিয়ে নায়িকা এখনও মুখ খোলেননি, রাজনীতিবিদ তো নয়ই। তবে রাজনীতি আর রুপোলি পর্দার আঙিনার প্রেম নতুন নয়। সদ্যই পরিণীতি চোপড়া (Parineeti Chopra) আর রাঘব চড্ডা (Raghav Chaddha) সাত পাকে বাঁধা পড়েছিলেন। প্রেম করেই বিয়ে করেছিলেন তাঁরা। আর এবার, সেই পথেই কী হাঁটতে চলেছেন, ভূমি পেডনেকর আর রাজনীতিবিদ আদিত্য ঠাকরে?

Continues below advertisement

ভূমি পেডনেকর এবং আদিত্য ঠাকরেকে বৃহস্পতিবার রাতে পাপারাজ্জিরা মুম্বাইয়ের বিখ্যাত রেস্তোরাঁ ‘লা লোকা মারিয়া’-তে দেখেন। ডিনারের পর দু’জনকে একসঙ্গে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায়, তখনই পাপারাজ্জিরা তাঁদের ক্যামেরাবন্দী করেন। এই সময় ২ জনেই কালো পোশাক পরেছিলেন। আদিত্য একটি কালো টি-শার্ট এবং জিন্স পরেছিলেন, যেখানে ভূমি পেডনেকর একটি স্টাইলিশ কালো পোশাকে ছিলেন। অভিনেত্রীকে মানানসই লাগছিল এই পোশাকে।

সোশ্যাল মিডিয়ায় তাঁদের ২ জনের রেস্তোরাঁ থেকে বেরনোর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দু’জনকে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায়। তাঁরা পাপারাজ্জিদের দেখে হাসিমুখে হাত নাড়েন এবং দ্রুত গাড়িতে করে চলে যান। ভূমি ও আদিত্যর এই ভিডিও দেখে এখন ব্যবহারকারীরা অনুমান করছেন যে তাঁরা বোধহয় প্রেম করছেন। তবে, অভিনেত্রী এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

Continues below advertisement

কাজের ক্ষেত্রে, ভূমি পেডনেকরকে শেষবার ‘মেরে হাসব্যান্ড কি বিবি’ ছবিতে অর্জুন কাপুর এবং রাকুল প্রীত সিংয়ের সঙ্গে দেখা গিয়েছিল। এর পরে তিনি ‘দ্য রয়্যালস’ সিরিজেও অভিনয় করেন। এতেও মানুষের ভালবাসা পেয়েছিলেন তিনি। এখন অভিনেত্রীর হাতে অ্যামাজন প্রাইম ভিডিওর থ্রিলার সিরিজ ‘দালাল’ রয়েছে। এটি খুব শীঘ্রই মুক্তি পাবে। উল্লেখ্য, অভিনেত্রীর কর্মজীবন ২০১৫ সালে ‘দম লাগা কে হেইসা’ দিয়ে শুরু হয়েছিল। এরপর তিনি বেশ কয়েকটি হিট ছবিতে কাজ করেছেন।

তবে সত্যিই আদিত্য আর ভূমি প্রেম করছেন কি না.. তা কেবলমাত্র জানা যাবে, তাঁরা মুখ খুললেই।