কলকাতা: আগামী ৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে একতা আর কাপুর ও রিয়া কাপুরের প্রযোজিত ছবি 'থ্য়াঙ্ক ইউ ফর কামিং'(Thank You For Coming)। তার আগে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (TIFF) হতে চলেছে এই ছবির প্রিমিয়ায়। বলিউড সূত্রের খবর অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর এই চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রদর্শিত হবে।
করণ বুলানি পরিচালিত এবং রাধিকা আনন্দ ও প্রশস্তি সিং-এর লেখা এই ছবিতে (Thank You For Coming) মুখ্য় ভূমিকায় অভিনয় করেছেন ভূমি পেডনেকার, শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা, শিবানী বেদি, প্রধুমান সিং মল, নাতাশা রাস্তোগি, গৌতমিক, সুশান্ত দিভগিকার, সালোনি দাইনি, ডলি আহলুওয়ালিয়া, ডলি সিং। বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন কুন্দ্রা ও অনিল কাপুর। বিশ্বব্যাপী ৬অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন...
অ্যালঝাইমার্সের গোলক-ধাঁধায় 'পথ হারানোর' আশঙ্কা বেশি মহিলাদের? কী ভাবে মোকাবিলা? কী বললেন বিশেষজ্ঞরা
ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে, রিয়া কপূর বলেছেন, "এটি এই প্রজন্মের কথা মাথায় রেখেই এই ছবি বানিয়েছি আমরা। আমাদের ছবি, টিআইএফএফ ২০২৩-এ ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই ছবির কাহিনি অত্য়ন্ত সাহসী। পাশাপাশি বলিউডি ছবি মতই মশলা-গান আর ভরপুর বিনোদন এই ছবিকে পরিপূর্ণ করে। এই ছবিতে অত্য়ন্ত প্রতিভাবান মেয়েরা কাজ করেছেন আমাদের সঙ্গে, এবং তাঁদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।'
একতা কপূর বলেন, “আমি সত্যিই রোমাঞ্চিত এটা ঘোষণা করতে পেরে যে আমাদের ফিল্মটি সম্মানিত TIFF প্ল্যাটফর্মের জন্য প্রস্তুত। এই ছবিটি আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা নিয়ে আছে। আমি অধীর আগ্রহে সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছি যখন আমি এটি সারা বিশ্ব দর্শকদের আমাদের কাজ দেখতে পাবে। এই ধরনের একটি মর্যাদাপূর্ণ উত্সবের অংশ হওয়ার সুযোগ পেয়ে আমরা অত্য়ন্ত সম্মানিত বোধ করছি, এবং আমি দর্শকের এই ছবি কেমন লাগল তা জানার অপেক্ষায় আছি।"
'থ্যাঙ্ক ইউ ফর কামিং' (Thank You For Coming) কণিকা কাপুরের গল্প অবলম্বন করে তৈরি হয়েছে। যার মূল প্লট হচ্ছে, ত্রিশের দশকের এক অবিবাহিত মেয়ে এবং সত্যিকারের ভালবাসা এবং জীবনের আনন্দের অনুসন্ধান করতে থাকে। তারপর কী ঘটে, সেটাই উঠে আসবে এই গল্পে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন