মুম্বই: বলিউডে ইতিমধ্যেই নিজের জায়গা তৈরী করে নিয়েছেন ভূমি পেডনেকর। সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার সঙ্গে তাঁর অভিনীত ছবি 'বালা'। ছবির সাফল্যের পর বলিউডে পারিশ্রমিক নিয়ে বৈষম্যের অভিযোগে সরব হলেন ভূমি। কেরিয়ারের শুরুতে তাঁকে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। কেননা, অন্য অভিনেত্রীদের মতো আকর্ষণীয় শারীরিক গঠন প্রথম দিকে তাঁর ছিল না। ছোট থেকেই মোটা বলে রাগানো হতো তাঁকে। ভূমির দাবি, একই ছবিতে একই কাজের জন্য একবার নায়কের পারিশ্রমিকের মাত্র ৫ শতাংশ দেওয়া হয়েছিল তাঁকে। বলিউডে কলাকুশলীদের পারিশ্রমিকের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য করা হয়ে থাকে বলে অভিযোগ ভূমির। একই কাজের জন্য সমান পারিশ্রমিক হওয়া উচিত, বলেন তিনি।
আয়ুষ্মান খুরানা, ইয়ামি গৌতম, ভূমি পেডনেকর অভিনীত 'বালা' বক্স অফিসে সাফল্য অর্জন করেছে। মাত্র ৪ দিনে ৫০ কোটির বেশি ব্যবসা করেছে 'বালা'।
নায়কের মাত্র ৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছিলেন! বলিউডে 'বৈষম্য' নিয়ে সরব ভূমি পেডনেকর
Web Deask, ABP Ananda
Updated at:
13 Nov 2019 01:54 PM (IST)
নিজের কেরিয়ারের শুরুর দিকে তাঁকে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। একই ছবিতে একই কাজের জন্য একবার নায়কের পারিশ্রমিকের মাত্র ৫ শতাংশ দেওয়া হয়েছিল তাঁকে। একই কাজের জন্য বলিউডে পারিশ্রমিকের বৈষম্য করা হয়ে থাকে, অভিযোগ ভূমির।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -