আম আদমি পার্টি নেতা তথা মানবাধিকার আন্দোলনকারী সোনি সুরীর অভিযোগ, ‘গতকাল পুলিশের এই শিবির খোলার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে জমায়েত হন কয়েক হাজার গ্রামবাসী। তাঁরা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু পুলিশ তাঁদের হঠিয়ে দিতে লাঠিচার্জ করে। বেশ কয়েকজন গ্রামবাসী জখম হন।’
দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব অবশ্য জানিয়েছেন, ‘মাওবাদীদের চাপেই গ্রামবাসীরা শিবিরটি ঘেরাও করার চেষ্টা করেন। বিধায়ক ভীম মাণ্ডবী হত্যায় জড়িত মাওবাদীরা এই অঞ্চলেই আছে। গ্রামবাসীদের বিক্ষোভের পিছনে মাওবাদীদের উস্কানি রয়েছে। গ্রামবাসীরা তীর-ধনুক নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছিলেন। তাঁদের থামাতে আমরা শূন্যে গুলি চালাই। কোনও গ্রামবাসীর উপর লাঠিচার্জ করা হয়নি। কেউ জখমও হননি।’