বিজেপি প্রতিশ্রুতি পালন করলে মহারাষ্ট্রের এমন পরিস্থিতি সৃষ্টি হত না, ‘সামনা’য় তোপ শিবসেনার
Web Desk, ABP Ananda | 13 Nov 2019 11:34 AM (IST)
"আমাদের ভূমিকা নিয়ে কেউ কেন প্রশ্ন তুলবে? বিজেপি এমন একটি দল যারা নীতি, আচার নিয়ে চলে। সেই একই জিনিস তাদের মহারাষ্ট্রের ক্ষেত্রেও অনুসরণ করা উচিত ছিল।", মত শিবসেনার
মুম্বই: মহারাষ্ট্রে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এই অবস্থায় পৌঁছাত না, যদি বিজেপি প্রতিশ্রুতি পালন করত। আবারও শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’য় বিজেপিকে একহাত নিল উদ্ধব ঠাকরের দল। "উভয় দলের প্রতি জনমত ছিল। সেক্ষেত্রে দুটি দলের একসঙ্গে চলাটাই নীতি হওয়া উচিত। কিন্তু বিজেপি তা মেনে নিতে প্রস্তুত ছিল না। সেই জন্যই মহারাষ্টের সম্মান রক্ষার্থে আমাদের এই পদক্ষেপ করতে হল।’,জানিয়েছে শিবসেনা। "আমাদের ভূমিকা নিয়ে কেউ কেন প্রশ্ন তুলবে? বিজেপি এমন একটি দল যারা নীতি, আচার নিয়ে চলে। সেই একই জিনিস তাদের মহারাষ্ট্রের ক্ষেত্রেও অনুসরণ করা উচিত ছিল। পূর্ব প্রতিশ্রুতি রাখলে আজ এই পরিস্থিতি দাঁড়াত না।" এদিকে রাষ্ট্রপতি শাসন জারিতে মহারাষ্ট্রের রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ শিবসেনা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে উদ্ধব ঠাকরের দল। আজ সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতি শাসন জারি হলেও সরকার গঠনের এখনও অব্যাহত তৎপরতা। মঙ্গলবার রাতে মুম্বইয়ের একটি হোটেলে কংগ্রেস সাংসদ আহমেদ পটেলের সঙ্গে সাক্ষাৎ করেন উদ্ধব ঠাকরে। অন্যদিকে এনসিপির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে দাবি বিজেপি শিবিরের। তবে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কোনও কথা হয়নি বলে জানিয়েছে এনসিপি।