নয়াদিল্লি: 'মুম্বইয়ে (Mumbai) আমার কর্মজীবনের নয়া এই অধ্যায়ে পা রাখতে পেরে আমি উত্তেজিত', বলছেন জনপ্রিয় ইউটিউবার (YouTuber), অভিনেতা ভুবন বাম (Bhuvan Bam)। অর্থাৎ দিল্লি (Delhi) থেকে মুম্বইয়ে পুরোপুরি ঘাঁটি গাড়ার কথা জানালেন তিনি। কেরিয়ারের নয়া অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন ভুবন। 


কর্মজীবনের নয়া অধ্যায়ে প্রবেশ, মুম্বইয়ে থাকতে চলেছেন ভুবন বাম


বাড়ছে কাজের চাপ, মায়ানগরীতে বেশি সময় দেওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে। তাই এবার দিল্লি নয়, বেশিরভাগ সময়েই কাটাবেন মুম্বইয়ে। আরবপাড়ে চলে আসার সিদ্ধান্তের কথা জানালেন জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম। কাজের সূত্রেই এবং আরও বেশি কাজের সুযোগের জন্যই নয়া ঠিকানায় পাড়ি ভুবনের, জানালেন নিজেই। 


ভুবন বামের কথায়, 'মুম্বইয়ে আমার কেরিয়ারের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি রোমাঞ্চিত। এই শহরে বিনোদন শিল্পের বৃদ্ধির জন্য অপার ও অফুরন্ত সম্ভাবনা রয়েছে। আমি সবসময় মুম্বইয়ের প্রাণবন্ত শক্তির প্রতি আকৃষ্ট হয়েছি, এবং এখন, যেহেতু আমার কাজ এখানে আমার আরও বেশি সময় চায়, এটা আমার জন্য স্বাভাবিক পরবর্তী পদক্ষেপ বলে মনে হয়েছে।'


নিজের কাজের গণ্ডি আরও বৃদ্ধি করার জন্য এখন ভুবন সক্রিয়ভাবে প্রযোজকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন এবং একাধিক চিত্রনাট্যে মন দিয়েছেন। তাঁর বহু প্রতীক্ষিত বলিউড সফরের ভিত মজবুত করছেন তিনি, বলাই যায়। নিজের ভিত্তি স্থানান্তর করার সিদ্ধান্ত ভারতীয় সিনেমার গতিশীল রাজ্যে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করার জন্য তাঁর নিষ্ঠা এবং দৃঢ়সংকল্পের প্রমাণ। 


নেট দুনিয়ায় নিজের বিবিধ প্রতিভা, অপ্রতিরোধ্য উপস্থিতি দিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন তিনি। তাঁর 'বিবি কি ভাইনস'-এর অনুরাগী আট থেকে আশি। এবার তাঁর বড়পর্দায় পা রাখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। 


আরও পড়ুন: Fardeen Khan on 'Heeramandi': পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'নজর' কাড়েন, কীভাবে ভনশালীর 'হীরামাণ্ডি'তে সুযোগ পেলেন ফরদিন খান?


'বিবি কি ভাইনস' আসলে কী?


ভুবন বাম তাঁর কেরিয়ার শুরু করেন একটি ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। যা রীতিমতো ভাইরাল হয়ে যায়। এবং তিনি আরও এই ধরনের বিষয় তৈরির উৎসাহ পান। এর থেকেই ২০১৫ সালের জুন মাসে ভুবন শুরু করেন নিজের ইউটিউব চ্যানেল 'বিবি কি ভাইনস'। তাঁর কনটেন্টের অনুরাগী বাড়তে থাকে ঘন ঘন। ২০২০ সালের মধ্যে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা দাঁড়ায় ১৬ মিলিয়নে। এরপর তিনি একাধিক ধরনের কনটেন্ট শুরু করেন। তাঁর বিশেষ ধরনের চ্যাট শোয়ে অতিথি হিসেবে এসেছেন শাহরুখ খানও। নিয়মিত ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে গানবাজনা, থেকে অভিনয়, ভুবন বাম এককথায় বহুমুখী প্রতিভা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।