কলকাতা: মজার মোড়কে ফের কয়েকটি জুটির প্রেমের গল্প। সৌমিক হালদারের পরিচালনায় আসছে নতুন ছবি, 'আবার বিবাহ অভিযান'। ২০১৯ সালে 'বিবাহ অভিযান' ছবিটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। নজর কেড়েছিল অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-এর অভিনয়। নতুন ছবিতেও দেখা যাবে এই জুটিকে। তাঁরা ছাড়াও এই ছবিতে থাকছেন গোটা টিম 'বিবাহ অভিযান'-ই। থাকছেন, অঙ্কুশ হাজরা (Ankush Hazra), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), নুসরত ফারিয়া (Nusrat Fariha) ও সোহিনী সরকার (Sohini Sarkar)। নতুন ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে।
আজ প্রকাশ্যে এল এই ছবির প্রথম পোস্টার, সঙ্গে মুক্তির দিনও। 'বিবাহ অভিযান' পরিচয় করিয়েছিল এক নতুন কমেডি অভিনেতার সঙ্গে। তিনি অনির্বাণ। দর্শক সেই প্রথম জেনেছিলেন, দুঁদে অভিনেতার হাস্যরসের দখল। এই ছবিতেও অনির্বাণের ছকভাঙা অভিনয় দেখার অপেক্ষায় মুখিয়ে দর্শক। বুলেট সিং হতে গিয়ে এক্কেবারে লুক বদলে ফেলতে হয়েছিল অনির্বাণকে। সেই পোস্টারেও অনির্বাণের লুক নজর কাড়ছে।
Short Film Festival: কলকাতায় 'শর্টফিল্ম ফেস্টিভ্যাল', বৃদ্ধ ও শিশুদের জন্য থাকছে বিশেষ আয়োজনআরও পড়ুন:
তবে শুধু কী অনির্বাণ, প্রিয়ঙ্কাকেও দেখা যাবে এক্কেবারে অচেনা লুকে। গ্রামের মেয়ে মালতীর চরিত্রে দারুণ মানিয়েছিল তাঁকে। নিজের চরিত্রকে অভিনয়ে ছাপিয়ে গিয়েছিলেন সোহিনী ও নুসরতও। রুদ্রনীল ও অঙ্কুশও তাঁদের চরিত্রে মন কেড়েছিলেন দর্শকদের। তাই বিবাহ অভিযান ২ নিয়ে প্রত্যাশা রয়েছে দর্শকদের। এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও থাইল্যান্ডে।
এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ প্রযোজনা সংস্থা। পরিচালক ও প্রযোজনা সংস্থার দাবি, প্রথম ছবির পর দর্শকদের কাছ থেকে ভালবাসা পেয়েছিলেন ছবির অভিনেতা অভিনেত্রীরা। দর্শকদের মনে ধরেছিল নির্মল সেনের এই ছবি। আর এই প্রতিক্রিয়ার জন্যই 'বিবাহ অভিযান'-এর সিক্যুয়েলের পরিকল্পনা করেন পরিচালক ও প্রযোজনা সংস্থা।
১৩ এপ্রিল, নববর্ষে মুক্তি পাবে এই ছবি।