কলকাতা: পঞ্চাশ পূর্ণ করলেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)। সারাদিনের ব্যস্ততা সত্ত্বেও মেয়ে ও স্বামীর 'কড়া নির্দেশ'-এ হল জন্মদিন পালন (Birthday Celebration)। তবে এক দফায় নয়। শেয়ার করেন ছবি। পরে দ্বিতীয় দফার জন্মদিন পালনের ছবিও শেয়ার করলেন অভিনেত্রী।
পঞ্চাশে পা বিদীপ্তার
খাতায় কলমে তাঁর বয়স পঞ্চাশ ছুঁয়েছে। কিন্তু তাঁকে দেখলে চট করে বয়স আন্দাজ করার উপায় নেই। তাঁর সাজগোজ, তাঁর মুখের হাসি, তাঁর সাবলীল অভিনয়, তাঁর বয়স যেন থামিয়ে রেখেছে। তিনি জনপ্রিয় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। সোমবার শেয়ার করলেন তাঁর জন্মদিন উদযাপনের প্রথম দফার ছবি।
সম্প্রতি শেষ হয়েছে পরিচালক বিরসা দাশগুপ্তর 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-এর শ্যুটিং। 'Wrap Up Party'র আয়োজন করা হয়েছিল। সেখানে একইসঙ্গে উদযাপন করা হল বিদীপ্তার জন্মদিনও।
পার্টির একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে বিদীপ্তা লেখেন, 'আনন্দে বিষাদে হৈ হৈ করে জীবনের পঞ্চাশটা বছর কাটালাম। ঘটা করে জন্মদিন পালনে বরাবরই আমার একটু সঙ্কোচ হয়। এবারে আমার খুব কাজের চাপ থাকা সত্ত্বেও মেয়েদের ও বরের কড়া নির্দেশ ছিল রাতে অন্তত কিছুটা সময় ওদের জন্য রাখতেই হবে। অগত্যা সারাদিনের তুমুল খাটনির পরও ক্ষেপে ক্ষেপে হল আমার পঞ্চাশের জন্মদিন পালন। তাই ছবিও দেব ক্ষেপে ক্ষেপেই।' এরপরেই লেখেন, 'প্রথম দফা, 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির wrap up party-তে গোটা টিমের কাছ থেকে যা ভালবাসা পেলাম মনে রাখব আজীবন। ধন্যবাদ দেব, শ্যামসুন্দর, বিরসা আর গোটা ইউনিটকে।' ছবিতে মেয়েদের সঙ্গে পোজ দিতে দেখা গেল তাঁকে। পোজ দিলেন দেব, রুক্মিণীর সঙ্গেও। কেক কেটে, হুল্লোড়ে পালন হল জন্মদিন।
আরও পড়ুন: Vastu Tips : নতুন বাড়ি তৈরির সময় এই বিষয়গুলি মাথায় রাখুন, অন্যথা হতে পারে ক্ষতি !
এরপর দ্বিতীয় দফায় উদযাপন। মঙ্গলবার বিকেলে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী, 'আমার ৫০তম জন্মদিন উদযাপন, দ্বিতীয় দফা। সারাদিন নতুন নাটকের জোর কদমে মহড়ার মাঝে আমার থিয়েটারের সহকর্মী বন্ধুদের উদ্যোগে দুপুরে বিরিয়ানি খেয়ে বিকেলে কেক কেটে আরও এক প্রস্থ জন্মদিন পালন হল কাল। কী বলে এত্ত গুণী বন্ধুদের ধন্যবাদ দেব জানি না। চাই এমন জন্মদিন বার বার ফিরে আসুক।' একইসঙ্গে তিনি আরও লেখেন, 'আরও একটা অবাক করা ঘটনার কথা না বললেই নয়। যে জায়গাটায় নিচের ছবিগুলো তোলা, ঠিক এখানেই জন্মেছিলাম আমি, মা বললেন। এখন যেখানে পদাতিক (যেখানে আমাদের মহড়া চলছিল গতকাল) আগে সেখানে ছিল 'Auckland Nursing Home', আমার জন্মস্থান। ঠিক পঞ্চাশ বছর আগের ১২ জুনও ছিল সোমবার এবং ২৮ জৈষ্ঠ্য, হুবহু গতকালের মতই। কী বলা যায় একে? নেহাতই কাকতালীয়?'
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial