নয়াদিল্লি: প্রায় বছর খানেক বড়পর্দা থেকে বিরতি নেওয়ার পর ফের প্রেক্ষাগৃহে ফিরছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। তাঁর বহু প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ঘরানার ছবি 'ঘুমর' (Ghoomer) মুক্তির অপেক্ষায়। পরিচালনায় আর বাল্কি (R Balki)। এই ছবির অপেক্ষায় দর্শক তো রয়েইছেন। সেই আবহে 'ঘুমর' প্রদর্শিত হল ১৪তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে। দর্শকের থেকে 'স্ট্যান্ডিং ওবেশন'ও পেয়েছে জুনিয়র বচ্চনের ছবি। ছেলের ছবি দেখে কী প্রতিক্রিয়া বলিউডের শাহেনশাহর?
'ঘুমর' দেখে ছেলের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ
শুক্রবার, ১৮ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অভিষেক বচ্চনের নতুন ছবি, 'ঘুমর'। ইতিমধ্যেই দু'বার ছেলের আগামী ছবি দেখে ফেলেছেন বিগ বি। ছবি দেখে এতই আবেগঘন হয়ে পড়েন অভিনেতা, যে চোখের জল বাঁধ মানেনি তাঁর আর।
'ঘুমর' দেখে নিজের ব্লগে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) লেখেন, 'হ্যাঁ ঘুমর দেখলাম ব্যাক টু ব্যাক দু'বার। রবিবার দুপুরে... এবং তারপর আবার রাতে... এবং প্রতিক্রিয়ায় কিছু বলার ঊর্ধ্বে... এককথায় অসাধারণ... একদম প্রথম ফ্রেম থেকেই চোখের জলে ভেসেছি... এবং এমন কাজে যখন বংশধর জড়িত হয়, তার প্রবাহ প্রবল হয়... এবং প্রত্যেক প্রতিক্রিয়ার নিজেদের মধ্যে একটা ভাবনা, শব্দ বা কার্যকলাপ আছে...।'
নিজের ব্লগে ছবির সম্পর্কে লিখতে গিয়ে অমিতাভ বচ্চন 'ঘুমর' পরিচালক আর বাল্কি, মুখ্য অভিনেত্রী সাইয়ামি খের ও ছবির গল্পের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর কথায় প্রত্যেক সংলাপের প্রত্যেক শব্দ এত সুন্দর করে বাছা হয়েছে যে তা যে কোনও হেরে যাওয়া বা রেগে পাওয়া মানুষের গল্প বলে।
আরও পড়ুন: 'Jawan': এখনও পর্যন্ত শাহরুখের সবচেয়ে ব্যয়বহুল ছবি 'জওয়ান', কত খরচ হয়েছে তৈরিতে?
অমিতাভ বচ্চন লেখেন, 'ছবির আবেগ, হ্যাঁ ক্রিকেট খেলা এবং একটি মেয়ের গল্প এবং তার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত... তবে এটি সত্যিই চিত্রিত হওয়ার অনুভূতি এবং এটি কেবল খেলার উপর নয়, পরিবারের, মায়ের, পরিবারের প্রভাব আমাদের জীবনের ওপরে... গোটা গল্পের সারল্য রয়েছে ছবিতে। আর বাল্কি আমাদের সামনে বুনন করেছেন, সহজ পদ্ধতিতে, একটি জটিল ধারণা...।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন