মুম্বই:  ক্যান্সার আক্রান্ত কিশোরীর ইচ্ছে ছিল, তাঁর জন্মদিনের কেকটি মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে কাটবেন তিনি। তাঁর সেই ইচ্ছেপূরণ করেছেন বিগ বি।

কিশোরী হার্দিকার জন্মদিন পালনের ছবি অমিতাভ দিয়েছেন তাঁর ব্লগে। সেখানে তিনি লিখেছেন, ক্যান্সার আক্রান্ত হার্দিকার ইচ্ছে ছিল আমার সঙ্গে এই বিশেষ দিনটি কাটানোর। তাই তাঁর স্বপ্নপূরণ করলাম। নিজের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার রাখতে হয় কিশোরীটিকে। নিষ্পাপ সেই কিশোরীর করুণ যন্ত্রণা, সঙ্গে অদম্য মনের জোর এবং ভদ্র, নম্র স্বভাবে মুগ্ধ তিনি, অভিনেতা লিখেছেন তাঁর ব্লগে।

কিশোরীর দ্রুত সুস্থতাও কামনা করেছেন বিগ বি।