কলকাতা: শহরে ফল পরবর্তী হিংসা অব্যাহত। বেলেঘাটায় সিপিএম জোনাল কমিটির সদস্যর বাড়ি ভাঙচুর করে আগুন। টালিগঞ্জে সিপিএম নেতার বাড়িতে ইটবৃষ্টি। গড়িয়ায় সিপিএম কার্যালয়ে আগুন।
• এদিকে আসানসোলের জামুড়িয়ার সিপিএম প্রার্থীর জয়ের পরেই দিকে দিকে সন্ত্রাস চালানোর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, আজ সকাল থেকেই জামুড়িয়ার বালানপুরে ব্যাপক বোমাবাজি শুরু করে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। জখম তিন সিপিএম সমর্থক
• ভোট মিটতেই নদিয়ার কল্যাণী বিধানসভা কেন্দ্রের সগুণায় সিপিএম সমর্থকের বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, গতকাল গভীর রাতে ২৫-৩০ জন তৃণমূল-আশ্রিত দুষ্কৃতী সিপিএম সমর্থক অলক সরকারের বাড়িতে ভাঙচুর চালায়। পরিবারের সদস্যদের মারধরও করা হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল।
• ভোটের ফল ঘোষণার পরে টালিগঞ্জ কেন্দ্রের অন্তর্গত ১১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আক্রান্ত সিপিএম। অভিযোগ, গতকাল রাতে নারকেলবাগানে সিপিএমের লোকাল কমিটির সম্পাদক শ্যামল লাহিড়ির বাড়িতে মুখে কাপড় বেঁধে হামলা চালায় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। ভেঙে যায় জানালার কাচ। ওই এলাকারই বাসিন্দা সিপিএমকর্মী যুধাজিত্ গোস্বামীকেও মারধর করা হয়। পাশাপাশি, ১১১ নম্বর ওয়ার্ডে সিপিএমের দলীয় কার্যালয়টিতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সবকটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
• কামারহাটিতে মদন মিত্র পরাজিত হওয়ার পরেই দেশপ্রিয়নগরে সিপিএমের আঞ্চলিক কমিটির অফিসে ভাঙচুর। অভিযোগ তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে তালা ভেঙে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা সিপিএমের ওই কার্যালয়ের আসবাব ভাঙচুর করে বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
• বাঁকুড়ার বড়জোড়ায় তৃণমূল প্রার্থীকে হারানোর পরেই সিপিএম প্রার্থীর গাড়িতে ভাঙচুর, বোমা মেরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের। বেলিয়াতোড়ে বাড়ির কাছেই রাখা ছিল সিপিএম প্রার্থী সুজিত চক্রবর্তীর গাড়িটি। অভিযোগ, গতকাল রাতে কয়েকজন তৃণমূল-আশ্রিত দুষ্কৃতী গাড়িটিতে ভাঙচুর চালায়। বোমা মেরে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ। বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
• হুগলির আরামবাগের চণ্ডীবাটিতে সিপিএমের প্রাক্তন সাংসদের পৈত্রিক বাড়িতে হামলা ও লুঠপাট। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে কয়েকজন তৃণমূলকর্মী সিপিএমের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিকের বাড়িতে চড়াও হয়। আলো ভেঙে দিয়ে বাড়ি অন্ধকার করে চলে ভাঙচুর, লুঠপাট। নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে বলে অভিযোগ। আরামবাগ থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।
• কলকাতার শ্যামপুকুর থানার কাছেই ১৭ নং ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। ১৭ নং ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি স্বপন ভদ্রর পাড়ায় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও কয়েকজন তৃণমূল সমর্থককে মারধরের অভিযোগ শশী পাঁজার অনুগামীদের বিরুদ্ধে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসেছে। রাতেই ঘটনাস্থলে যান শশী পাঁজা।কিন্তু তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
• ভোট মিটতেই ফের শাসকের হাতে আক্রান্ত বিরোধী। পুলিশের সামনেই বেলেঘাটার ৩৩ নম্বর ওয়ার্ডে ৪ নং রামমোহন মল্লিক গার্ডেন লেনে সিপিএমের জোনাল কমিটির সদস্য মৃণালকান্তি রায়চৌধুরির বাড়িতে ভাঙচুর ও দুটি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবার বেলেঘাটা কেন্দ্রের সিপিএম প্রার্থী রাজীব বিশ্বাসের নির্বাচনী এজেন্ট ছিলেন মৃণাল। এছাড়াও, আরও কয়েকজন সিপিএম সমর্থকের বাড়িতে ভাঙচুর চালানো হয় ও তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।
• পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খাকুরদায় সূর্যকান্ত মিশ্রর বাড়ির কাছেই সিপিএমের লোকাল পার্টি অফিসে ভাঙচুর, আগুন, তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এছাড়া, খাকুরদা বাজারে সিপিএমের শাখা অফিস দখল করে যুব তৃণমূল কার্যালয়ের নাম লিখে দেওয়ার অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, একাজ কে বা কারা করেছে, তা জানা নেই।
ভোটের ফলপ্রকাশের পর রাজ্যজুড়ে অশান্তি, রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 May 2016 07:03 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -